সৃষ্টিকর্তা আমাদের জন্য যাদেরকে জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে রেখেছেন শুধু তারাই কি বেস্ট হয়?
আমরা মানি অথবা না মানি, তবে এটা চিরন্তন সত্য, সৃষ্টিকর্তা আমাদের জীবনসঙ্গী হিসেবে যাকে নির্ধারণ করে রেখেছেন তার থেকে উত্তম সঙ্গী এবং বন্ধু আমাদের জন্য আর কেউ নেই। তিনি তাদেরকেই জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করেন, যারা আমাদের পরিপূরক হয়ে থাকে। যদিও আমরা সাধারণ মানুষ সেটা সময় থাকতে বুঝতে পারি না। মানসিক চাপ, পারিবারিক চাপ, কিংবা পারিপার্শ্বিক চাপে আমরা কখনোই পরিস্থিতি বা সম্পর্কের ভালো দিকটা আগে দেখি না। সবসময় খারাপ দিকটাই আগে চোখে পড়ে আমাদের। কারণ আমরা নেতিবাচক বিষয় গুলোকে নিয়েই ভাবতে, আলোচনা এবং সমালোচনা করতে বেশি পছন্দ করি। আর এসবের ফলে সম্পর্কের মূল বন্ধন এবং রসায়নটাকে উপভোগ করার বদলে উপেক্ষা করি। তাই পরের ঘরের বর-বউয়ের গল্পটাকে অনেক বেশি রোমাঞ্চিত মনে হয়। সেখানে বিবাদ দেখলেও মনে হয় খুনসুটি চলছে। অথচ নিজের জীবনসঙ্গী ভালোর জন্য একটা কথা ধমকে বা একটু জোরে আওয়াজ করলে মনে হয়, "এর সাথে আর যাই হোক সংসার করা যায় না।" অথবা কেউ আবার ভাবে, "ইশশশ! আরেকটু দেখে বিয়ে করলে হয়তো এর মতন নিরামিষের হাত থেকে বেঁচে যেতাম।" কখনো আবার এটাও শোনা যায়, "কি আর করার আমার কপাল খারাপ তাই তোমার মতো বউ/বর পেয়েছি। কোন কুক্ষণে যে তোমায় আমি হ্যাঁ বলেছিলাম কে জানে?"।
এই ধরনের বিবাদ আমাদের সমাজে অহরহ দেখা যায়।আমার মনে হয় একে অপরের মতামতকে গুরুত্ব দিলে এই ধরনের ঝামেলা কম হবে।(plz subscribe mine)