✅ভোর রাতে সন্তান জন্ম দিয়ে সকাল বেলা বিসিএস এর ৩ ঘন্টা লিখিত পরীক্ষা দিয়ে জাতীয় মেধাবীদের মধ্যে ১১ তম হওয়া মেয়েটির নাম ছিল-- সুপর্না দে।
✅" বাজারের ছোট্ট পান বিক্রেতার মেয়েটি ও বিসিএস পরীক্ষা দিয়ে একদিন হয়ে যান --ম্যাজিস্ট্রেট,নাম ছিল-- সালমা খাতুন।
✅" স্টেশনের কাজ করা,, অর্থাৎ কুলির ছেলেটিও হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা,, ছেলেটির নাম ছিল--সাব্বির রহমান
✅"" শহরের রিক্সা চালক চাচার ছেলেটিও,যাকে ঈদে ও নতুন জামা কিনে দিতে পারতেন না তার বাবা।সেই ছেলেটিও এ এস পি হন,,বিসিএস এর কল্যানে।
"" পরীক্ষার হলে আমরা সবাই সমান।
তখন পরীক্ষক দেখেন না কে চেয়ারম্যান এর ছেলে কিংবা কে এমপির মেয়ে ?
" সফল হওয়ার জন্য ভালো ব্যাক গ্রাউন্ড দরকার হয়না,,
দরকার হয় একটা সাহসী মানসিকতার,,অধ্যবসায় আর সময়ের সঠিক ব্যবহার।
" আপনার স্বপ্ন টা সত্যি করার দায়িত্ব কেউ নিবেনা,আপনাকেই করতে হবে,নিজের গল্প টা নিজেকেই তৈরি করতে হয়।
"" নেলসন মেন্ডেলা একটা কথা বলেছিলেন তা হচ্ছে "( হয়ে যাওয়ার আগে সব কিছু অসম্ভব )
" আপনি নিজে প্রস্তুতি নিন।শুরু করে দিন।কোনকাজই সহজ না,সহজ করে নিতে হয়।পরিশ্রম করুন,লেগে থাকুন।কথা দিচ্ছি,, একদিন আপনিও
অনেকের অনুসরণীয় হয়ে যাবেন।
📢পোস্ট টি পড়ে যদি আপনি একটু হলেও অনুপ্রাণিত হয়ে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন,তাহলে অবশ্যই এই পোস্ট টিতে একটি লাইক👍 দিবেন এবং অবশ্যই কমেন্ট✍️ করে আপনার মতামত জানাবেন ।
📢আর এরকম আরো গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর পোস্ট সবার আগে পড়তে চাইলে ,অবশ্যই আমার আইডি @Suvankar SUBSCRIBE করতে ভুলবেন না।
Please Like comment & Subscribe @Suvankar
খুব সুন্দর লিখেছেন ভাইয়া । 💝