'আত্মহত্যা কখনওই কোনও সমাধান নয়।' বলা মানুষটাও হঠাৎ টুক্ করে আত্মহত্যা করে বসে!
'যা-কিছুই হোক, তোমাকে কোনও দিনই ছেড়ে যাব না।' বলা মানুষটিও একদিন রৌদ্রোজ্জ্বল কড়া দুপুরে অন্যের হাত ধরে গড়গড় করে চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায়।
'তোমাকে সারাজীবনের জন্য ছেড়ে গেলাম।' বলা মানুষটিও ওই ছেড়ে-আসা মানুষটিকে বুকের ভেতরে বড়ো যত্ন করে পুষে রেখে দেয় যুগের পর যুগ ধরে।
হারানোর ভয়ে প্রায়ই আঁতকে-ওঠা মানুষটিও অন্যের ঘরে গিয়ে দিব্যি সংসারী হয়ে ওঠে।
সামান্য অন্ধকারেও ভয়ে জড়সড় হয়ে ক্ষণে ক্ষণেই কেঁপে-ওঠা মানুষটিও একদিন ঠিকই ঘনঘোর অন্ধকার কবরে নির্ভার চিত্তে নির্ভীক অবয়বে শুয়ে থাকে।
সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের স্বপ্ন, কখনওবা, এর সাথে বদলে যায় প্রিয় হাতটিও। মানুষ কখন যে কী চায়, কখনও কখনও সে নিজেও সেটা বুঝে উঠতে পারে না।
আসলে আমরা কেউই সুখী নই, কেবলই সুদক্ষ অভিনেতার মতো সবাইকে দেখিয়েই যাচ্ছি---হ্যাঁ হ্যাঁ, এই তো খুউব ভালো আছি!
অথচ এই 'ভালো আছি!' বাক্যটিই পৃথিবীর সবচেয়ে বেশি বার ব্যবহৃত সর্বজনমান্য নিখুঁত একটি মিথ্যে কথা!
(লিখেছেন: সুশান্ত পাল স্যার)
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ
Please LIKE COMMENT & SUBSCRIBE@Suvankar
আপনি যদি আমার নিবন্ধগুলি পছন্দ করেন তবে আমার প্রশংসা করার জন্য একটি লাইক এবং কমেন্ট দিন।
এই জাতীয় আরও নিবন্ধ পড়তে @Suvankar SUBSCRIBE করুন।
Akdom thik bolachan attohotta kokhonoi sothit kaj hota pare na allah tala ata corom gunacha bolachan