শোল মাছ ভুনা

15 25
Avatar for Sumi_kaisar
4 years ago

উপকরনঃ

১/ শোল মাছ ১/২ কেজি।

২/ পিয়াজ বাটা ১/২ কাপ।

৩/ আদাবাটা ২ চা চামুচ।

৪/ রশুন বাটা ১/২ চা চামচ।

৫/ হলুদগুড়া ১/২ চা চামচ।

৬/ মরিচগুড়া ২ চা- চামুচ।

৭/ ধনের গুড়া ১/২ চা চামচ।

৮/ জিরার গুড়া ২ চা- চামুচ।

৯/ তেল ৩ টে- চামুচ।

১০/ কাঁচামরিচ ফাঁলি ৪-৫ টি।

১১/ লবন স্বাদমতো।

১২/ ধনেরপাতা কুঁচি ১/২ কাপ।

১৩/ ভাজা জিরারগুড়া ১ চা চামচ।

১৪/ গরম মশললা গুড়া ১ চা চামচ।

প্রনালীঃ

প্রথমে শোলমাছকে কেটে টুকরো টুকরো করে তারপর তা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে লবন দিয়ে মাখিয়ে কিছুখন রেখে দিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে।

এবারে একটি কড়ায় নিয়ে তাতে তেল গরম করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

তারপর যখন কশা কশা হয়ে আসবে তখন মাছের টুকরো গুলো দিয়ে দিতে হবে তারপর আবার কিছুখন কষিয়ে নিতে হবে।

এখন অলপ অলপ করে পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে।তারপর যখন পানি শুকিয়ে আসবে তখন তার মধ্যে ভাজা জিরারগুড়া আড ধনেরপাতা কুঁচি আর ২ চা- চামুচ গরমমশলা গুড়া দিয়ে দিতে হবে ।

এবার তাতে জ্বাল কম করে তা চুলাই বসিয়ে রাখতে হবে তারপর যখন ঝোলের উপর তেল উঠে আসবে ঠিক তখনই লবন চেক করে আবার লাগলে লবন দিয়ে কিছুটা জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

7
$ 0.20
$ 0.20 from @TheRandomRewarder
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty

Comments

সত্যি কথা বলতে গেলে৷ শোল মাছ আমি আসলে খাইনা, কখনো খাইনি। কিন্তু আপনার দেওয়া শোল মাছের রেসিপি দেখে আমার মনে হচ্ছে বেশ মজা হবে৷

$ 0.00
4 years ago

Ji appi try kore dikhan

$ 0.00
4 years ago

যদিও খাইনি কিন্তু আপনার রেসিপি দেখে ভালোই মনে হচ্ছে, একবার বাসায় এই রেসিপি দেখে ট্রাই করা যেতেই পারে। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

Ji appi obossoi try korban

$ 0.00
4 years ago

শোল মাছ আসলেই অনেক মজা।এই মাছ খেলে নাকি শরীরে রক্ত বাড়ে,ডাক্তাররা বলে।

$ 0.00
4 years ago

Ha vaiya thiki bolachan sotti ata khala naki sorire rokto konika briddi pai doctors ra bole

$ 0.00
4 years ago

আর একটা ব্যাপার হলো রান্না।ভাল ভাবে রান্না করতে পারলে শোল মাছের স্বাদ দ্বিগুন হয়ে যায়।

$ 0.00
4 years ago

Ji ata 100% thik kotha bolsen

$ 0.00
4 years ago

শোল মাছ আমার খুব প্রিয়।এ মাছ খেতে খুব সুস্বাদু।এই রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Wlc appi ata sotti khub sussadu khata

$ 0.00
4 years ago

মাছ আমার অনেক প্রিয় ,, আমি নেক পছন্দ করি,, আমার সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছে ,,, আর এটা নতুন রেসেপি , আমি অবশ্যই চেষ্টা করব

$ 0.00
4 years ago

Ji vaiya obossoi cesta korben. Ar kmn holo janaben nischoi

$ 0.00
4 years ago

sol mach khub valo lage ar buna diya rutio khub valo lage

$ 0.00
4 years ago

শোল মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। শোল মাছের যেকোনো রেসিপিই আমার ভালো লাগে।শোল মাছ ভুনা একটি সুস্বাদু খাবার। ধন্যবাদ

$ 0.00
4 years ago

donnobad ati amaro khub priyo akta mach. Amar basa kaw khi na kintu amar jonno ammi ranna kore karon ata hole khawar mojai jome jai

$ 0.00
4 years ago