11
20
উপকরণ:
★টকদই 2 কাপ,
★কনডেন্টস মিল্ক ১ কাপ,
★আম কিউব করে কাটা ২ কাপ।
প্রনালী:
সবার প্রথমে একটি পাএ নিয়ে তাতে টকদই আর কনডেন্টস মিল্ক নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর এর মধ্যে কিউব করা আমের টুকরা গুলো এর মধ্যে মিশিয়ে এটা আইসক্রিমের মোল্ডে দিয়ে দিতে হবে।
তারপর এটিকে ডিপ ফ্রিজে রাখতে হবে ৮-৯ ঘন্টার।
তারপর এটি ফ্রিজ থেকে বের করে নিয়ে এটি ২-৩ মিনিট পানিতে ভিজিয়ে নিতে হবে তারপর আইসক্রিম মোল্ড,তাতে সহজেই পপসিকল বের হয়ে আসবে মোল্ড থেকে।
তারপর এটি আপনারা খেতে পারেন।
Very nice recipe dear😍😍😍