কাঁচা আমের জেলি

22 18
Avatar for Sumi_kaisar
4 years ago

উপকরণঃ

★কাঁচা আমের ২ কেজি।

★চিনি ৩ কাপ।

★চায়না গ্রাস অল্প পরিমানে বা জেলেটিন।

★ লবন পরিমান মত।

★ ফুড কালার সামান্য।

★ জাফরান সামান্য।

★ম্যাঙ্গো সেনট।

প্রণালীঃ

প্রথমে কাঁচা আম ভালোমত ধুয়ে পরিস্কার করে তার সবুজ অংশ টুকু ভালো করে ছিলে নিতে হবে। তারপর তা ছোট ছোট টুকরা করে কেটে তার মধ্যে লবন দিয়ে মেখে তা পানিতে ভিজিয়ে রাখতে হবে ২ ঘনটার মত।

তারপর আমের ভেতর থেকে যে কালো কষ গুলো বের হবে তা ভালো করে ধুয়ে নিতে হবে। নয়লে জেলি ভালো হবে না। এখন একটি চুলাতে একটি পাএ বসিয়ে তাতে আম আর একটু পানি আর একটু লবন দিয়ে তা ভালো করে সেদ্ধ করে নিতে হবে ।

তারপর যখম আমগুলো সেদ্ধ হয়ে আসবে তখন তা ঠান্ডা করে চালুনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। তারপর আমের সেখানে দিতে হবে কাই ও চিনি। এখন এসব দিয়ে সামান্য পরিমাণ আচ দিয়ে জ্বাল দিতে থাকতে হবে।

তারপর তা খুব সাবধানে রান্না করতে হবে যেন তা ছিটতে মাটিতে পরে না যাই এমনকি নিচেও যেন ধরে না যায়।তারপর চায়না গ্রাস বা জেলেটিন দিয়ে দিতে হবে এর মধ্যে ।এই জেলি বেশী ঘন করার কোনো প্রয়োজন নাই কারন যখন জেলিটা ঠান্ডা হবে তখন তা জমে যাব এর পর এর মধ্যে মিষ্টি চেখে নিতে হবে ।

যদি টক মিষ্টি না করতে চান তবে তাতে অল্প পরিমানে চিনি দিতে পারেন। তারপর জেলি নামিয়ে তা কাঁচের শিশি বা বোতলে একটা চামুচ দিয়ে গরম জেলি ঢেলে দিন তারপর এর মুখটা খোলা রাখুন ঠান্ডা হবার জন্য। মনে রাখবেন এমন কাচের বোতল ব্যবহার করবেন যা গরমে ভেঙে যায় না।

10
$ 0.00
Sponsors of Sumi_kaisar
empty
empty
empty

Comments

Xoss

$ 0.00
4 years ago

আম আমার বরাবরই খুব পছন্দের একটা ফল৷ আমাদের দেশে অনেক রকমের ফল পাওয়া যায় কিন্তু আমার আম সবথেকে বেশি ভালো লাগে।

$ 0.00
4 years ago

Ji appi thiki bolachan ata sotti khub vali lage khite

$ 0.00
4 years ago

Hum dhonnobad apnake.

$ 0.00
4 years ago

কাচা আম দিয়ে জেলি বানালো আমি এই প্রথম শিখলাম tnq appi এতো সহজ করে বোঝানোর জন্য এখানে যদি রং ব্যবহার না করে জাফরান ব্যবহার করি তাহলে কি হবে আপ্পি।

$ 0.00
4 years ago

Wlc basai nischoi try korben appi. Dakban khub testy khate hobe

$ 0.00
4 years ago

গ্রীষ্মকালে আম অনেক পাওয়া যায়। কাঁচা আম, পাকা আম উভয়ই আমার খুব পছন্দের। আর কাঁচা আমের জেলী খেতে খুব মজা। আমি এটা খাই। ধন্যবাদ এই রেসেপি দেয়ার জন্য।

$ 0.00
4 years ago

wlc appi

$ 0.00
4 years ago

এখন অনেক কাঁচা আম পাওয়া যায়। আমি বানিয়ে ফেলব। রেসিপি টা অনেক ভালো লাগলো।

$ 0.00
4 years ago

Obossoi banaben appi ata khata darun lage

$ 0.00
4 years ago

আমি বানিয়েছিলাম।বেশ ভালো লাগে খেতে।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

হে এটা সত্যি খুব মজাদার একটি খাবার।

$ 0.00
4 years ago

জ্বি,বেশ ভালো।

$ 0.00
4 years ago

সব রকমের জেলিই খেতে ভাল লাগে।আর কাচা আমের জেলি একটু বেশিই মজা।

$ 0.00
4 years ago

Ha ata obosso thik kotha.

$ 0.00
4 years ago

কাচা আম মানে জিভে জল।🤤🤤

$ 0.00
4 years ago

Ji vaiya ar kacha amar lob manus khub kom e samlate pare

$ 0.00
4 years ago

kacha amar jaly so yammmi

$ 0.00
4 years ago

Ji appi basai obosdoi try korben khata khub valo lage bread ar satha.

$ 0.00
4 years ago

জেলি খুব সুস্বাদু একটি খাবার। কাঁচা আমের জেলি খুবই মজাদার একটি খাবার। ধন্যবাদ কাঁচা আমের জেলি রেসিপি লেখার জন্য।

$ 0.00
4 years ago