রাতের আকাশ জানে,একাকী সে তারা, আঁধারেই খসে পড়ে,খসুক! নির্ঘুম রাত জানে- তোমাকে দেখার অসুখ!
তবু চাই,কিছু ব্যথা ফিরেই আসুক, কেউ হয়ে থাক,দুরারোগ্য অসুখ.. যতটুকু কাছে যাই,ততটুকু সরে আসি, মানুষ আসলে আজন্ম নিঃসঙ্গতার চাষি। যতটুকু দেখো,ততটুকু আছি ভালো কে দেখে বুকের ভেতর,কতটা অগোছালো!!
রাতের আকাশ জানে,একাকী সে তারা, আঁধারেই খসে পড়ে,খসুক! নির্ঘুম রাত জানে- তোমাকে দেখার অসুখ!
তবু চাই,কিছু ব্যথা ফিরেই আসুক, কেউ হয়ে থাক,দুরারোগ্য অসুখ.. যতটুকু কাছে যাই,ততটুকু সরে আসি, মানুষ আসলে আজন্ম নিঃসঙ্গতার চাষি। যতটুকু দেখো,ততটুকু আছি ভালো কে দেখে বুকের ভেতর,কতটা অগোছালো!!