আমসত্ত্ব তৈরির রেসিপি

13 13
Avatar for Sujitdas1
3 years ago

প্রিয় বন্ধুরা,

আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এতক্ষণে শিরোনাম দেখে বুঝতে পেরেছেন। আমাদের জাতীয় ফল কাঠালের পরে আমকে স্থান দেওয়া হয়েছে। আমাদের দেশে প্রায় সব জেলাতে কম বেশি আম হয়ে থাকে। বেশিরভাগ আম হয়ে থাকে রাজশাহীতে। কাচা আম খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। অনেকে টক রান্না করে খেয়ে থাকে। পাকা আম অনেক মিষ্টি হয়ে থাকে।

আম সেতো সবারই প্রিয় একটি ফল সে কাচা হোক বা পাকা। এখন আমি কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় তা পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপিত করবো। আশা করব সবারই ভালো লাগবে।

সুতরাং শুরু করা যাক :

উপকরণ :

2 কাপ আম, কাটা

2 চামচ চিনি

¼ চামচ এলাচ গুঁড়ো

½ চামচ ঘি / স্পষ্ট মাখন

নির্দেশাবলী :

প্রথমত, ব্লেন্ডারে 2 কাপ আম এবং 2 চামচ চিনি নিন।

কোন জল না দিয়ে ভাল করে মিশ্রিত করুন।

কড়াইতে স্থানান্তর করুন এবং রান্না শুরু করুন।

একটানা নাড়ুন এবং মাঝারি শিখায় রান্না করুন যতক্ষণ না এটি ভাল হয়ে যায়।

এবার ¼ চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মেশান।

আরও, স্টিল প্লেটে ব্রাশ ½ চামচ ঘি দিয়ে নিন।

প্লেটটিতে পিউরিটি স্থানান্তর করুন এবং সমানভাবে ছড়িয়ে দিন।

2 দিন বা এক সপ্তাহের জন্য সূর্যযুক্ত স্থানে রাখুন, যতক্ষণ না এটি স্বচ্ছ হয়ে যায়।

ছুরি ব্যবহার করে পিস করুন।

আমসত্ত্বের ক্ষতি না করে আলতো করে খোসা ছাড়ান।

অবশেষে কাঙ্ক্ষিত আকারে কেটে আমসত্ত্ব রোল করুন।

আমসত্ত্ব ১-২ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এটি আমরা বিভিন্ন ভাবে খেতে পারি। শুধু খেতে পারি আবার দুধে ভাতে খেতে পারি। আমাদের দেশে সাধারণত গ্রামে আমসত্ত্ব বেশি পরিমাণে তৈরি করা হয়। বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরিতে এটি তৈরি করা হচ্ছে মেশিনের সাহায্যে।

আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সাথে আছেন বলেই এমন সুন্দর রেসিপি আপনাদেন উপহার দিতে পেরেছি।

সবাই নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন। বাচ্চাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরেতে রাখুন বাইরে বের হতে দিয়েন না।

ধন্যবাদ।।

ঘরে থাকুন ভালো থাকুন।

@EYERISH687

5
$ 0.00
Sponsors of Sujitdas1
empty
empty
empty
Avatar for Sujitdas1
3 years ago

Comments

@rosakhan

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটি রেসিপি।এটি খেতে খুব মজা লাগে।স্কুল জীবনে টিফিনের সময় অনেক কিনে খেয়েছি।ধন্যবাদ ভাই, এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য। আরও সুন্দর সুন্দর রেসিপির প্রত্যাশা করছি।

$ 0.00
3 years ago

আপনার মুল্যবান মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।

$ 0.00
3 years ago

হ্যা এইটা জানা ছিলো যে, এটি আমরা বিভিন্ন ভাবে খেতে পারি। শুধু খেতে পারি আবার দুধে ভাতে খেতে পারি। আমাদের দেশে সাধারণত গ্রামে আমসত্ত্ব বেশি পরিমাণে তৈরি করা হয়।ধন্যবাদ শেয়ার করার জন্য৷ Visit mine pls:-https://read.cash/@IrfanSagor/the-weaver-bird-of-nature-47b4b82c

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটি রেছিপি এই টা আমার খুব ভাল লাগে খেয়েছিলাম অনেক আগে আমার মায়ের হাতের তৈরী ছিল

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটি রেসিপি। আমার পছন্দের একটি খাবার। ধন্যবাদ আপনাকে

$ 0.00
3 years ago

আমসত্ত্ব দেখেই জিভে জ্বল চলে আসছে, খুবই ইয়াম্মি এবং ডেলিসিয়াস একটা খাবার। কয়েকবছর আগেই এটা স্ট্রিট ফুড হিসেবে কিনে খেতাম।

$ 0.00
3 years ago

অসংখ্য ধন্যবাদ আপনার মতামত পেষনের জন্য।

$ 0.00
3 years ago

স্বাগতম, এরকম আরও অনেক আর্টিকেল আশা করছি।

$ 0.00
3 years ago