16
36
সকাল বেলা মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছিল প্রভাতী কবিতাটি।মেয়ের সাথে সাথে আমিও পড়লাম।আর মনে পড়ে গেল সেই ছোট বেলার কথা।মায়ের কাছে বসে কত পড়েছি এই কবিতাটি।তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কবিতাটি।
প্রভাতী ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠরে! ঐ ডাকে যুঁই শাখে, ফুল খুকি ছোটরে। খুলি হাল তুুুলি পাল ঐ তরী চললো, এইবার এইবার খুকু চোখ খুললো। আলসে নয় সে,ওঠে রোজ সকালে। রোজ তাই চাঁদা ভাই, টিপ দেয় কপালে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর 'প্রভাতী'কবিতাটি আমাদের সকলেরই প্রিয়।ছোট বেলায় কবিতাটি পড়েছি কত আনন্দে,কত ছন্দে।কিন্তু আজ ব্যাপারটা সম্পুুর্ন ভিন্ন,আজ আর ভোর বেলাতে কেউ ওঠে না,ফুল কুড়াতেও যায় না।শহুরে যান্ত্রিক জীবনে সকাল হয় সেই কোন কোলাহল পূর্ণ দুপুরে।
সত্যিই শৈশবের দিনগুলো ছিল কবিতার মত সুন্দর।খুব মনে পড়ে সেই দিনগুলো।জানি কখনো ফিরে পাবোনা সেই মধুর শৈশব,কিন্তু সেই মধুর স্মৃতিগুলো রোমাঞ্চিত হবে বারবার। সবাই লাইক,কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন,এই প্রত্যাশায়,,,,,,,,,,,,,,,,,,৷ আল্লাহ হাফেজ।।।।
When you think of the days of childhood, the mind is restless, he has written very well