রুই মাছের দোপেয়াজা

5 18
Avatar for Sizan200
3 years ago
Sponsors of Sizan200
empty
empty
empty

উপকরণ


১) রুইমাছ টুকরো করে কাটা

২) ১ কাপ পেয়াজ বাটা

৩) ১কাপ পেয়াজ কুচি

৪) ১চা চামচ মরিচ গুড়ো

৫) ১চা চামচ ধনিয়া গুড়ো

৬) ১ চা চামচ জিরা গুড়ো

৭) ১ চা চামচ হলুদ গুড়ো

৮) ধনিয়া পাতা

৯)কাঁচা মরিচ

১০) স্বাদ মতন লবন

প্রনালী

মাছ এর টুকরো গুলো লবন ও হলুদ দিয়ে মেখে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর একে একে পেয়াজ, মরিচের গুরা আদাবাটা রসুনবাটা কাচামরিচ বেটে ভালভাবে কশিয়ে নিতে হবে। এরপর আসতে আসতে মাছগুলো সেই কশাইকরা ঝোলে ছেড়ে দিতে হবে। এবং ১৫মিনিট ধরে ভালোভাবে কশিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করতে হবে। এভাবেই রাতের সুন্দর একটি ভোজনের জন্য আপনারা রুইমাছের চটজলদি দোপেয়াজা টা করে নিতে পারবেন।

5
$ 0.11
$ 0.11 from @TheRandomRewarder
Avatar for Sizan200
3 years ago

Comments

খুব সহজ ভাবে রেসিপিটা বুঝিয়ে দিয়েছেন। সহজ ভাবে বানানো যাবে। ধন্যবাদ আপনাকে রেসিপিটার জন্য।

$ 0.00
3 years ago

রুই মাছের দোপেয়াজা অবশ্য বাসায় কখনো বানায়নি কিন্তু বিয়েতে খেয়েছি। এখন থেকে বাসায় ট্রাই করব।

$ 0.00
3 years ago

আপনার রেসিপিটা পড়ে মনে হল খাবারটা অত্যন্ত সুস্বাদু হবে। আপনার রেসিপির জন্য অনেক অনেক ধন্যবাদ।

$ 0.00
3 years ago

Ata khub priyo akta khabar amar khub valo lage mone hoi ata hola ar kichu proyojon nai khabar jonno

$ 0.00
3 years ago

রুই মাছের দোপেয়াজা খেতে সবাই পছন্দ করে। বিশেষ করে বিয়ে বাড়ীতে রুই মাছের দোপেয়াজা রান্না করা হয়।

$ 0.00
3 years ago