ভালোবাসা শব্দটা কিন্তু অনেক ছোট। এই শব্দটা ছোট হলেও এর কিন্তু অনেক গুরুত্ব আছে। কারণ জীবন টা ভালোবাসাই বাঁচে। আসলেই ভালোবাসা মানুষকে বাঁচতে শিখাই। যে জীবনে ভালোবাসা নেই সে জীবনটা মূল্যহীন।
ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সে যত বড় মাপেরই মানুষ হোক না কেন। ভালোবাসা না থাকলে জীবনটা অর্থহীন।
ভালোবাসা কিন্তু অনেক রকমের হয়। যেমনঃ মা বাবার প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা আরও অনেক ধরনের ভালোবাসা আছে। কিন্তু ভালোবাসার মূল জিনিসটা হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা মূল্যহীন, সেটা যে ধরনেরই ভালোবাসা হোক না কেন।
ভালোবাসি তো অনেকেই বলে কিন্তু সত্যি কারের ভালোবেসে কত জনই বা পাশে থাকে। আসলে ভালোবাসি কথাটা বলা কিন্তু অনেক সহজ। এই কথাটা অনায়াসে বলে দেওয়া যায় কিন্তু ভালোবাসি কথাটার মর্যাদা কয় জনই বা রাখে। হাজার এ দুই এক জন। হ্যা তারাই অনেক সুখি হয় জীবনের শেষ দিন পর্যন্ত।
আসলে ভালোবাসতে জানলে কিন্তু ভালোবাসার মানুষটা কখনো হারিয়ে যায় না। কিন্তু ভালোবাসার মধ্যে ফাঁক থেকে গেলে অল্প আঘাতেই, অল্প অবহেলায় তা নষ্ট হয়েই যাবে সেটা যত ভালোই সম্পর্ক হোক না কেন।
কিছু কিছু ভালোবাসা এমন হয় যে সেটা কেউ কারো কাছে প্রকাশ করে না। নিজের মনের মধ্যেই থেকে যায়। আর এ আমি বলি শোনো ভালোবাসলে সেটা মনের মধ্যে চেপে রেখো না প্রকাশ করে দিও এতে নিজেকে অনেক হালকা মনে হবে। তোমার ভালোবাসাটা সে মেনে নিবে কি না সেটা পরের ব্যাপার, তুমি তো আগে প্রকাশ করে দেখো। জীবনের প্রতিটা ধাপেই তো হার জিত আছেই। তাই ওতো না ভেবে ভালাবাসার মানুষটা কে নিজের মনের কথা বলে দেওয়া টাই ভালো। এতে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়।
অবশ্য এখন ভালোবাসার নামে নোংরা খেলা চলছে। সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর তার চেয়েও অনেক অনেক কঠিন হচ্ছে সত্যিকারের ভালোবাসার মানুষটাকে পেয়ে তাকে আগলে রাখা। অবশ্য ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আগলে রাখা লাগে না, সেই ভালোবাসাটা এমনি টিকে থাকে সারাজীবন।
জীবনটা তো ক্ষণিকের। এই এতো অল্প সময়ের মধ্যেই অনেক কিছুই ঘটে যায় আমাদের জীবনে। তাই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার এবং অপরকে ভালোবাসার।
ভালোবাসি কথাটা তখনই বলা উচিত যখন বুঝবা যে যাকে ভালোবাসি কথাটা বলছি তার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবা।
একটা কথা, যদি ভালোবেসে সারাজীবন পাশে না থাকতে পারো তাহলে মিথ্যে ভালোবাসায় জড়িয়ো না কাউকে। কারণ তোমার কাছে ওটা শুধু খেলা হলেও যাকে স্বপ্ন গুলো দেখাচ্ছো তার কাছে কিন্তু এটা খেলা না। কারণ সে তোমাকে হয়তো মন থেকেই ভালোবেসেছে। তার মন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয়নি। তাই সাবধান, কারো ভালোবাসা নিয়ে খেলা করো না।
অবশেষে বলতে চাই, সত্যিকারের ভালোবাসা গুলো কিন্তু সত্যি পূর্ণতা পায়। আর এই ভালোবাসা গুলোই বেঁচে থাকে অনন্ত কাল।
তাই আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা ভালোবাসার মানুষের ভালোবাসা গুলো যেন পূর্ণতা পাই। আর সারাজীবন একে অপরের পাশে থেকে ভালো বেসে যাক।
No one can live without love . Everybody should love their lover(father, mother, friend,gf,bf etc) However, People in nowadays using it for bad purposes only. Further I like to thank you for the article🙂nice article .