আমার অনেক পছন্দের দুইটা গজলঃ-
গজল-১
হারিয়ে যাবো একদিন আমি রবো না এ ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন।
হারিয়ে যাবো একদিন আমি রবো না এ ভুবনে চিরদিন।
বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে রাখবেনা জানি কোনো খবর।
পড়বে কি মনে আমার কথা,
ফেলবে কি অশ্রু কোনো দিন।
হারিয়ে যাবো একদিন আমি রবো না এ ভুবনে চিরদিন।
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে।
থাকবে না কেউ জানি আমার পাশে,
কাটাবো একাকি রাত্রি দিন।
হারিয়ে যাবো একদিন আমি রবো না এ ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন।
গজল-২
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে হায়।
সকাল ফুরালো বেলা গড়ালো,
কেমন করে যে দিন কেটে যায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে হায়।
এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল।
এ কথা আমি ভাবিনি কখনো,
মরণ আমার কবে এসে যায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে হায়।
ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে।
এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন,
সেদিনকে স্নরণ করো সদায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে হায়
সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরেও বটে।
এভাবে তোমারো ডুবে যাবে বেলা,
সেদিন আসে কবে কারো জানা নায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে হায়।
সকাল ফুরালো বেলা গড়ালো,
কেমন করে জানি দিন চলে যায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এতো কাছে।
গজল দুইটা আমার খুুব খুব খুব প্রিয় গজল। আপনারা চাইলে ডাউনলোড দিয়ে শুনতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে।
অনেক ভালো লাগলো তুমার গজল পড়ে আশা করি আর ভালো গজল উপহার দিবে পরবর্তী পোষ্ট