মন

5 20
Avatar for Silmun
Written by
3 years ago

মন, হৃদয়, দিল, heart সে যেই নামেই ডাকা হোক না কেন জিনিস টা তো সেই একই। মন অতি নরম একটা বস্তু যা অল্প আঘাতে ভেঙে যায়। আঘাতটা কিন্তু অনেক রকমের হয়। অবহেলার আঘাত অপমানের আঘাত। এই ছোট ছোট আঘাতেই মন টা ভেঙে চুরমার হয়ে যায়।

এই ছোট্ট মনেই অনেক আশা বাসা বাঁধে। যেই আশা গুলোর কোনোটা পূর্ণতা পাই আবার কোনোটা মাঝ পথেই থেমে যায়। ভালোবাসাটা কিন্তু এই মন থেকেই শুরু হয়। প্রতিটা মানুষেরই একটা মন আছে আর সেই মনে আসে অনেক ভালোবাসা যেই ভালোবাসা হয়তো সবার জন্য আসে না। আর যার জন্য আসে সে হয়তো তার কাছে অনেক special. সে যাই হোক ছোট্ট মনটা তার কাছেই ছুটে যায় যার কাছে সে ভালোবাসা পায়।

মানুষের মন তো একটাই। তাই সে মনে কিন্তু জায়গাটাও একটাই। অবশ্য হ্যা সম্পর্ক অনুযায়ী জায়গার ও কিন্তু ভাগ আছে। কিন্তু একটা সম্পর্কের জন্য একটাই জায়গা।

মনে তো জায়গা অনেকেই করে নিতে পারে কিন্তু কতো জন জীবনের শেষ সময় পর্যন্ত সেই মনে বসবাস করতে পারে সেটা জানা থাকে না। তবে যারা জীবনের শেষ সময় পর্যন্ত মনের মাঝে বাস করতে পারে তারা কিন্তু অনেক lucky হয়।

কিন্তু মন নিয়ে একটা সত্যি কথা কি জানেন, মনটা আমার বুকের মধ্যে খানে থাকে আমারই খাই কিন্তু কষ্ট পাই কাঁদে অন্যের জন্য। তাহলে মনটা কে কি বেইমান বলা চলে না। আরে নিজের মনটাই তো নিজের সাথে বেইমানি করে তাহলে তো অন্যরা অনায়াসেই করবে। আসলে পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হচ্ছে নিজের মন টা। সবচেয়ে বড় বিশ্বাস ঘাতক হচ্ছে এই মনটাই। তাহলে অন্য কেউ কেন বিশ্বাসঘাতক হবে না বলতে পারেন?? জানি এই প্রশ্নের উত্তর কারো জানা নাই, আমার ও জানা নাই। তবে জানা থাকলে হয়তো ভালো হতো, জীবনে কষ্টটা কম পাওয়া যেত।

এখন মন নিয়ে খেলা করা একটা নেশায় পরিনত হয়েছে। যে নেশা মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তাই সবার কাছে অনুরোধ, কেউ কারো মন নিয়ে খেলেন না দয়া করে। কারণ মন টা অনেক নরম একটা জিনিস যেটা ভেঙে গেলে জোড়া লাগানো যায় না।

যাকে ভালোবাসবেন তাকে মন থেকেই ভালোবাসুন, মন ভেঙে ছেড়ে চলে যাওয়ার জন্য না। মন থেকে কাউকে ভালোবেসে দেখুন সুখী হবেন একদিন হাজারো বাঁধা পেরিয়ে।

সবাই ভালো থাকবেন। আর নিজের মন টা কে আগলে রাখবেন যাতে অল্প আঘাতেই ভেঙে না যায়।

6
$ 0.00
Avatar for Silmun
Written by
3 years ago

Comments

One should always keep one's mind strong, so that even if the person of love leaves, the mind remains very strong. Don't let the mind break

$ 0.00
3 years ago

Khub valo lage erokom article porte . Khub sundor likhechen . Advice ghula onek sundor chilo . Very nice article

$ 0.00
3 years ago

Wow, so nice article. You've wriiten the article as a good advice for all of us. Thanks a lot

$ 0.00
3 years ago

Thank you so much for this article. Onek valo advice diyechen. I like this article dear.

$ 0.00
3 years ago

Welcome apu. And thanks a lot eto sundor kore comment korar jonno

$ 0.00
3 years ago