আামাদের জীবনে অনেক বাস্তব কথা আছে যেগুলোর সম্মুখীন আমরা প্রতিটা ধাপে ধাপে হয়। এমনি কিছু বাস্তব কথা আজকে আমি লিখছি।
১. কারো বুদ্ধি কেউ কেড়ে নিতে পারে না।
২. জীবনে কখনো কখনো কোনো ছোটো ছোটো জিনিস বা বিষয় ততটা গুরুত্ব দেওয়া ঠিক নই যতটা আমরা মনে করি।
৩. একটা মানুষ সম্পর্কে যত ভাবা হবে বা তার সম্পর্কে জানার জন্য যত গভীরে ঢুকা হবে সেই মানুষ সম্পর্কে মনে তত ঘৃণা জন্মাবে। তাই কোনো মানুষকে নিয়ে না ভাবাই অনেক ভালো। সে মানুষটার সাথে যে সম্পর্কই থাকুক না কেন, তাকে নিয়ে ভাবতে যাবেন না।
৪. আমাদের কাছে যেই জিনিসটা থাকেনা বা যেই জিনিসটা আমরা হারিয়ে ফেলি সেই জিনিসটা নিয়েই কিন্তু বেশি আফসোস হয়।
৫. কোনো মানুষকে তুচ্ছ ভাবা উচিত না। কারন পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই মূল্য আছে।
৬. লোক দেখানো কাজ থেকে বিরত থাকতে হবে কারন এখন সব মানুষই লোক দেখানো কাজ করে।
৭. অন্যের কাছে ভালো দেখানোর জন্য ভালো ব্যবহার করা এখন একটা fashion হয়ে গেছে প্রায় সব মানুষের।
৮. যেই কথাগুলো সামনাসামনি মানে মুখে বলা যায় না সেই কথা গুলো সহজেই লিখে অন্যের কাছে প্রকাশ করা যায়।
৯. যত দিন তুমি ভালো ততদিন তোমার বন্ধুর অভাব হবে না, কিন্তু যখনই তোমার খারাপ সময় আসবে তখন দেখবে তোমার পাশে কেউ নাই। হ্যা এটাই বাস্তবতা।
১০. এখন কার বন্ধুগুলো দুধের মাছি আর স্বার্থপর। স্বার্থ ফুরাইলেই আর কাউকে পাশে পাওয়া যায় না
এই হলো বাস্তব কথা। জানিনা কে কতটা সম্মুখিন হয়েছেন কিন্তু এই কথাগুলো আমার জীবনের সাথে জড়িত।
Very nice article dear friend ❤️ i like this article . Yiu you will be a great writer in future