জীবনে কখনো ছোট ছোট বিষয় নিয়ে ভেবে নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। কারন নিজের জীবনের মূল্য কেউ দিতেই জানে না৷ যার যার জীবন তার তার ভাবনা। জীবনের ছোট এবং নোংরা বিষয় It doesn’t matter in your own life. নোংরা বিষয় মানুষের জীবনে কোনো বিষয়ই না। তাই জীবনের সব ছোট ছোট বিষয় গুলো ignore করা অনেক ভালো। ওগুলো নিয়ে ভেবে নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না।মানুষ যখন একাকিত্ব বোধ করে তখন এসব বিষয় মনে পড়ে কিন্তু তখন ক্ষমা চাওয়ার ও হয়তো সময় বা পরিস্থিতি কিছুই থাকে না।
তাই আমাদের উচিত সব ছোট ছোট বিষয় গুলো বড় করে না দেখে আমাদের জীবনে সামনে এগিয়ে যাওয়া।
জীবনটা ক্ষণিকের। তাই জীবনটাকে উপভোগ করতে শিখতে হবে। আর আপন মানুষ গুলোকে ভালোবাসতে জানতে হবে।
তাহলেই পৃথিবীটা রঙিন লাগবে এবং বাঁচার মানে টা ও খুঁজে পাওয়া যাবে।
তাই সবাই ভালোবেসে ভালোবাসার মানুষ গুলোর পাশে থাকবেন।
Nice article dear friend. Too good post. Everybody should read this article . Great