ইসলামিক প্রশ্ন ও উত্তর পর্ব-৭

2 11
Avatar for Silmun
Written by
3 years ago

আস্ সালামু আলাইকুম,,,,

কেমন আছেন সবাই??

পরিবারের সবাই কেমন আছেন???

প্রশ্ন-১ঃ মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকৃত হওয়া যাবে কি?

উত্তরঃ মৃত প্রাণীর চামড়াকে যদি প্রক্রিয়াজাত করা হয় তাহলে তা দ্বারা উপকার গ্রহণ করা জায়েজ। যেমন হাদিসে এসেছে, চামড়া যখন পাকা(দাবাগাত) করা হয়, তখন তা পবিত্র হয়ে যায়।

মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকৃত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা সম্বলিত যে হাদীস বর্ণিত হয়েছে জুমহূর বিদ্বানগণের মতে তা অপ্রক্রিয়াজাত চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য।

প্রশ্ন-২ঃ নামের শেষে আলী, মুরতাযা, হাসান, হোসাইন, ইত্যাদি যুক্ত করে রাখলে গুনাহ হবে কি?

উত্তরঃ উপরোক্ত সবগুলি নামই সুন্দর অর্থ বহন করে। সুতরাং তা রাখায় কোন দোষ নেই। তবে শীআদের আক্বীদা অনুযায়ী রোগমুক্তি ও বিশেষ ফযিলতের আশায় এগুলি রাখা হলে তা শিরক হবে। শীআরা বলে থাকে, আমার জন্য পাঁচ জন রয়েছেন যাদের মাধ্যমে আমি সকল দুরারোগ্য ব্যাধি দূর করি। তারা হলেন, মুছতফা, মুরতাযা, তাঁর দুই পুত্র ( হাসান- হোসায়েন) ও ফাতেমা।

প্রশ্ন-৩ঃ জেহরী সালাতের ইমামের সূরা ফাতিহা পড়ার পর কেউ জামাআতে শামিল হলে তার করণীয় কী? সে ইমামের ক্বিরাআত শুনবে, না সূরা ফাতিহা পাঠ করবে?

উত্তরঃ সূরা ফাতিহা পাঠ করে ইমামের ক্বিরাআত শুনবে। কারণ সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত হবে না।

প্রশ্ন-৪ঃ হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে কি?

উত্তরঃ যাবে না। কারণ প্রথমতঃ অমুসলিমদের অনুকরণে এসব দিবস পালিত হয়। রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি (কিয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে।

দ্বিতীয়তঃ এ ব্যাপারে সাহাবায়ে কেরাম বা তাবেঈন থেকে কোন কিছু বর্ণিত হয়নি। সেজন্য নিজ থেকে কাউকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকাই কর্তব্য। তবে কেউ যদি দোয়া হিসাবে বলে যে, আগামী হিজরি বছর আপনার জন্য কল্যাণকর হৌক। তবে তার জওয়াবে তার মত বা তার থেকে উত্তম কিছু বলা যাবে। কিন্তু এজন্য খাবার তৈরি করা বা কোন অনুষ্ঠান করা যাবে না।

প্রশ্ন-৫ঃ ঋতুবতী মহিলা মাইয়েতকে গোসল দিতে পারবে কি? বিশেষতঃ মাইয়েত যদি তার ব্যাপারে অছিয়ত করে যায়।

উত্তরঃ ঋতুবতী মহিলা কোন মহিলা মাইয়েতকে গোসল দেওয়াতে পারবে। এ ব্যাপারে শরীঅাতের কোন নিষেধাজ্ঞা নেই।

আল্লাহ হাফেজ।।।।

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Silmun
Written by
3 years ago

Comments

Thanks for teaching us so many Islamic thoughts. Carry on.

$ 0.00
3 years ago

Khub e chomotkar kichu prosno and uttor. Khub e valo lagce apnar article ta

$ 0.00
3 years ago