ইসলামিক প্রশ্ন ও উত্তর পর্ব-৬

3 38
Avatar for Silmun
Written by
4 years ago

আস্ সালামু আলাইকুম,,,,

কেমন আছেন সবাই??

পরিবারের সবাই কেমন আছেন???

প্রশ্ন-১ঃ ঘুম, পড়াশোনা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময় অডিও কুরআন চালু রাখা জায়েজ হবে কি? কেননা এসময় কখনো মনোযোগ থাকে আবার কখনো থাকে না।

উত্তরঃ এসকল অবস্থায় কুরআন তেলাওয়াত এর অডিও চালু রাখা জায়েজ। যেকোনো অবস্থায় কুরআন তেলাওয়াত শ্রবণ করলে সওয়াব প্রাপ্ত হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে তাতে অমনোযোগীতা না আসে এবং কুরআনের প্রতি অবমাননা না হয়।

প্রশ্ন-২ঃ বৃষ্টির কারণে আমাদের এলাকায় ঈদের জামাআত মসজিদে হয়েছে। ফলে পূর্বে পুরুষদের জামাআত ও পরে মহিলাদের জামাআত হয়। এক্ষণে মহিলাদের জামাআতের পূর্বে কুরবানী করা যাবে কি?

উত্তরঃ পুরুষদের ঈদের জামাআত সম্পন্ন হ'লেই কুরবানী করা যাবে। উক্ত স্থানে মহিলাদের ঈদের জামাআত অতিরিক্ত। অতএব সেজন্য অপেক্ষার প্রয়োজন নেই।

প্রশ্ন-৩ঃ এ বছর কুরবানীর চামড়ার মূল্য অল্প হওয়ায় অনেকে তা ফেলে দিয়েছে বা মাটিতে পুঁতে ফেলেছে। এ কাজ কি সঠিক হয়েছে?

উত্তরঃ কোন হালাল জিনিস অপচয় করা সিদ্ধ নয়। অতএব কুরবানীর চামড়া এভাবে নষ্ট করা মোটেও ঠিক হবে না। বরং অল্প দামে হলেও বিক্রয় করা বা সরাসরি ফকির ও মিসকিনদের দান করতে হবে। নতুবা কমপক্ষে নিজে ব্যবহার করে উপকৃত হতে হবে।

প্রশ্ন-৪ঃ কোন প্রাণীর ছবি পিছন থেকে আঁকা কি জায়েজ? অর্থাৎ প্রাণীর মাথা যদি বিপরীতমুখী হয় এবং সুস্পষ্ট বোঝা না যায়, তা কি নাজায়েজ হবে?

উত্তরঃ পিছন থেকে মানুষের প্রতিকৃতি অঙ্কনে যদি চোখ, মুখ ও নাকের আকৃতি বোঝা না যায় তবে তা জায়েজ হবে। কেননা মাথা না থাকলে তা ছবি হিসাবে গণ্য হয় না। জিব্রীল ( আাঃ) রাসূল (ছাঃ) -কে নির্দেশনা দিয়ে বলেন, 'সুতরাং ঐ প্রতিকৃতি গুলোর মাথা কেটে ফেলুন, যা ঘরের দরজায় রয়েছে, তা কাটা হলে তখন তা গাছ-গাছড়ার আকৃতি হয়ে যাবে'। তিনি আরো বলেন, ছবি হলো মাথা। মাথা যখন কেটে ফেলা হবে তখন সেটি ছবি থাকে না। তবে স্মর্তব্য যে, অপ্রয়োজনে কোন প্রাণীর ছবি আঁকা জায়েজ নয়।

প্রশ্ন-৫ঃ যাকাত বণ্টনের আটটি খাতের ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক কি?

উত্তরঃ কুরআনে বর্ণিত আটটি খাত আল্লাহ ধারাবাহিকতার জন্য উল্লেখ করেননি। অতএব কেউ যদি প্রথমে ঋণগ্রস্তকে দিয়ে সূচনা করে তাতে কোন দোষ হবে না। বণ্টনকারী যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করতে চাইবে, সেখানেই প্রদান করবে।

আল্লাহ হাফেজ।।।

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Silmun
Written by
4 years ago

Comments

I am very glad to know about those things. You are a good writer.

$ 0.00
3 years ago

Apnar article ta pore amar moner onek ojana proshner uttor khuje pelam.

$ 0.00
4 years ago

Masallah... Onek sondor Article... Good job

$ 0.00
4 years ago