আস্ সালামু আলাইকুম,,,,,
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার ও কিছু ইসলামিক প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে।
প্রশ্ন-১ঃ কুরবানির পশুতে আক্বীক্বার নিয়ত করে কুরবানী করা যাবে কি?
উত্তরঃ কুরবানী ও আক্বীক্বা দুইটি পৃথক ইবাদত। কুরবানির পশুতে আক্বীক্বার নিয়ত করা শরীঅাত সম্মত নয়। রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের আমল ছিল না। তাছাড়া দুইটি ইবাদত পৃথক উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে।
প্রশ্ন-২ঃ ওজনে কুরবানী কেনা যাবে কি?
উত্তরঃ ওজনে কুরবানির পশু ক্রয়ে বাধা নেই। তবে ওজন বৃদ্ধির জন্য কোন প্রতারণার আশ্রয় নেয়া যাবে না। রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি প্রতারণা করল, সে আমাদের দলভুক্ত নয়।
প্রশ্ন-৩ঃ এক মেয়ে পরিবারের অমতে বিবাহ করার প্রস্তুতি নেয়। বিবাহের পূর্বমুহূর্তে পিতা উপায়ান্তর না দেখে তাকে মোবাইলে বিবাহ করার অনুমতি প্রদান করে। এক্ষণে উক্ত বিবাহ কি অলীর অনুমতি সাপেক্ষে হয়েছে বলে ধরে নেয়া যাবে, নাকি নতুনভাবে বিয়ে পড়াতে হবে?
উত্তরঃ উক্ত বিবাহ অলীর অনুমতি সাপেক্ষেই হয়েছে। কারণ পিতা অসন্তুষ্ট থাকলেও অনুমতি দিয়েছেন। যেকোনো মাধ্যমে অনুমতি দিলে তা রাজি থাকারই লক্ষণ।
প্রশ্ন-৪ঃ আশূরার দিনের করণীয় কি?
উত্তরঃ আশূরা তথা মুহাররম মাসের দশম দিন আল্লাহর উদ্দেশ্যে যেকোনো সৎকর্ম করা যায়। ছিয়াম পালন করা, তাকবীর,তাহলীল,তাসবীহ ও তাহমীদ পাঠ করা ইত্যাদি। রাসূল (ছাঃ) বলেন, রমজানের ছিয়ামের পর মুহাররমের ছিয়ামই হলো শ্রেষ্ঠ ছিয়াম। অন্য হাদীসে আছে রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর নিকটে আমার আশা যে, আশূরার ছিয়াম পালন করলে পরবর্তী এক বছরের গোনাহ মাফ করে দিবেন।
প্রশ্ন-৫ঃ খোলা তালাক গ্রহণকারীর জন্য কোন রাজ'আতের ব্যবস্থা আছে কি?
উত্তরঃ খোলা' তথা বিবাহ বিচ্ছেদ যা নারীর পক্ষ থেকে হয় স্বামী থেকে মোহর বা মোহরের অংশবিশেষ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, এটি তালাক নয়। সেজন্য এখানে রাজ'আতের কোন ব্যবস্থা নেই। তবে এক তুহুর ইদ্দত পালন শেষে উভয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
জানিনা কেমন হচ্ছে এই ইসলামিক পোস্ট গুলো। আশা করছি অনেকে অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পাচ্ছেন।
আল্লাহ হাফেজ।
Walaikum assalam. Onk onk dua roilo tumar post gula teke onek kichu sikar ace. Zajakillah khairan. ❤❤