ইসলামিক প্রশ্ন ও উত্তর

3 26
Avatar for Silmun
Written by
4 years ago

আস্ সালামু আলাইকুম,,,,,

কিছু ইসলামিক প্রশ্ন যেগুলো আমাদের প্রতিদিন মনে আসে কিন্তু তার সঠিক উত্তর আমরা পাই না। আজকে এমন কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম সবার মাঝে। আশা করি অনেকটা ভালো লাগবে।

প্রশ্ন-১ঃ কুরআন খতমের বিশেষ কোন দোয়া বা দলবদ্ধ মোনাজাতের নিয়ম আছে কি? কুরআনের মুছহাফে যে সকল দোয়া লেখা থাকে, সেগুলোর কোন ভিত্তি আছে কি?

উত্তরঃ রাসূল(ছাঃ) বা ছাহাবায়ে কেরাম থেকে কুরআন খতম শেষে বিশেষ কোন দোয়া পাঠ করা বা দলবদ্ধভাবে মোনাজাত করার বিশুদ্ধ দলীল পাওয়া যায় না। কেবল আনাস (রাঃ) থেকে একটি আছার পাওয়া যায় যে, তিনি যখন কুরআন খতম করতেন, তখন তাঁর সন্তানাদি এবং পরিবারের লোকজনকে একত্রিত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন।অতএব এসময় একাকী যে কোন দোয়া পাঠ করা যেতে পারে। তবে বাংলাদেশ ও ভারত উপমহাদেশে কুরআনের মুছহাফে যে সকল দোয়া লিপিবদ্ধ থাকে, সেগুলো মাসনূন দোয়া নয়; বরং পূর্বযুগের কোন আলেমের তৈরিকৃত।

প্রশ্ন-২ঃ আমার কাছে কয়েক মন ধান ও চাউল আছে। এক্ষণে আমি উক্ত ধান বা চাউল দ্বারা সম্পদের যাকাত দিতে চাই। এটি কি জায়েজ হবে, নাকি টাকা দিয়েই আদায় করতে হবে?

উত্তরঃ মালের যাকাত অর্থমূল্য দিয়েই প্রদান করতে হবে। খাদ্য বস্তু বা অনুরূপ কিছু দিয়ে জায়েজ নয়। অতএব উক্ত ধান বা চাউল দিয়ে যাকাত প্রদান করা যাবে না। বরং তা থেকে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে যাকাত দিতে হবে। তবে বিশেষ কারণ দেখা দিলে যেমন কোন ব্যক্তি পাগল বা কম বুদ্ধি সম্পন্ন হলে তাকে প্রয়োজনবোধে অর্থের পরিবর্তে পোষাক বা অনুরূপ বস্তু যাকাত হিসাবে দেয়া যেতে পারে।

প্রশ্ন - ৩ঃ কয়েক বছরের জন্য জমি লীজ নিয়ে ফলদ বৃক্ষ রোপণ করে লাভবান হওয়া যাবে কি?

উত্তরঃ জমি ভাড়া নিয়ে যেকোনো ফল বা ফসল আবাদ করা যায়। কারণ জমি ভাড়া নেওয়া হয় চাষ করার জন্য। সুতরাং লীজগ্রহীতা যেকোনো ফসল বা ফলদ বৃক্ষ রোপণ করে উপকৃত করে উপকৃত হতে পারে। ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, ইবনু আক্বীল, উছায়মনীসহ একদল বিদ্বান কয়েক বছরের জন্য ফলের বাগান ক্রয়-বিক্রয়কে শরীয়ত সম্মত বলেছেন।

আজ এই পর্যন্ত। প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহীত কিন্তু আশা করি অনেকের উপকারে লাগবে। পরবর্তীতে এরকম আরও কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইন্-শাহ্- আল্লাহ।

5
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder

Comments

Wow, Some necessary matters about Islamic Shariyah have already described so nicely in your articles, Thanks a lot

$ 0.00
4 years ago

Woalaikum assalam. Islam is best .Very nice article . I have got many important information from your article .

$ 0.00
4 years ago

1st prosno tar uttor ami koekdin age janlam. Amra na jene na buje onek kuchui mani ja badat er modde pore. Amar bidat niye likar iccha chilo but koekta example niye ami clear na. Jai hok kichu to siklam tmr post theke. Jazakillah khairan.

$ 0.00
4 years ago