ইসলামিক কবিতা পর্ব-৪

2 16
Avatar for Silmun
Written by
3 years ago

আস্ সালামু আলাইকুম,,,,,

কেমন আছেন সবাই??

আজকেও দুটো ইসলামিক কবিতা নিয়ে হাজির হয়েছি। বলবেন কিন্তু কেমন হয়েছে?

কবিতা - ১

অহি-র আলোয় জীবন গড়

বিশ্ব যবে ডুবেছিল নিকস কালো আঁধারে

রাসূল এসে জ্বালেন আলো অন্ধকার ধরাতে।

সে আলো এক সোনার খনি শক্তি সীমাহীন

মনের আঁধার দূর করতে ডাকছে বিরামহীন।

আসছো যখন যেতে হবে ভেবে দেখ না

পুঁজি ছাড়া আখেরাতে নাজাত মিলবে না।

ফরমা ছাড়া ইটের সাইজ কভু গড়ে না

রাসূল ছাড়া জীবন মান সঠিক হবে না।

মানুষ রূপে জন্ম মোদের আল্লাহর গোলাম হই

রাসূল যাদের পথ দেখালেন তেমন মানুষ কই।

হক বাতিলের বন্ধুত্ব ভাই কেমন করে হয়?

যার বিরুদ্ধে অস্ত্র ধরতে মহান মালিক কয়।

চোর যখন ঘরে ঢোকে আলো টর্চ দূরে রাখে

টের পেলে মালিক যাতে আলো না জ্বালে।

সালাত-ছিয়াম আদায় কর বেশি করে কুরআন পড়

পীর-মুরীদী ছেড়ে দিয়ে অহি-র আলোয় জীবন গড়।

পরকালে মুক্তির জন্য সঠিক দ্বীন আঁকড়ে ধর

জান্নাত পেতে হইকালে সৎ আমল অধিক কর।

কবিতা-২

প্রার্থনা কণিকা

দাও, দাও, দাও মোরে, কর্মের স্থিরতা

সঠিক পথে দাও দিসা,দাও অবিচলতা।

দাও,দাও মোরে যত নেক নেমত,

করি শোকর তব,সুন্দর ইবাদত।

দাও,দাও মোরে প্রশান্ত হৃদয়,

সৎ কথা বলবা, শক্তি সমুদয়।

দাও, দাও মোরে, যা কিছু কল্যাণকর,

দিও না মন্দ কিছু, অসত্য অসুন্দর।

হে আল্লাহ! তুমি মোরে করেছ সৃজন,

সরল সঠিক পথ কর প্রদর্শন।

ক্ষুধা পেলে দাও আহার, বাঁচাও প্রাণ,

পিপাসায় দাও পানি, নিত্য করি পান।

সুন্দর শরীর মোর করেছ গঠন

যখন ইচ্ছা, তুমি তা করিবে হরণ।

হে আল্লাহ! মানুষের অধিপতি,

দূর কর তুমি দুঃসহ দুর্গতি।

রোগ-শোক মানুষের দুঃখ ব্যাধি

নির্মল কর প্রাণ,দাও সম্প্রতি।

'স্বাস্থ্য সুখের মূল' তোমারই দান,

করি উপভোগ তব অমূল্য অবদান‌।।

ভালো থাকবেন সবাই।

আল্লাহ হাফেজ।

5
$ 0.00

Comments

Great poem. I just loved it. May Allan bless you. Keep it up.

$ 0.00
3 years ago

Walaikum assalam. Alhamdulillah... Valo achi. Tmr ki khobor? Atto sundor sundor kobita pao koi? Ek kothai mashallah 😍😘

$ 0.00
3 years ago