আস্ সালামু আলাইকুম,,,,,
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইসলামিক কবিতা কমবেশি সবারই ভালো লাগছে। তাই আজকেও আপনাদের জন্য দুইটি কবিতা নিয়ে হাজির হলাম।
কবিতা-১
মিথ্যা ও তার পরিণাম
মিথ্যা হলো পাপের মূল মুনাফিকের আলামত
মিথ্যাবাদী পায় না তাই আল্লাহ পাকের রহমত।
এ সমাজে ফাসেক ফাজের মিথ্যাবাদী যারা
সবার কাছে ঘৃণার পাত্র পায় না সম্মান তারা।
কর্মক্ষেত্রে যদি থাকে মিথ্যা বলার স্বভাব
দেখা দিবে আয়-রোজগারে বরকতের অভাব।
গান-সিনেমা, নভেল-নাটক মিথ্যার কারখানা
যার কারণে সমাজ নষ্ট আছে সবার জানা।
অধিক কথা মিথ্যার কারণ বেশি কথা বলতে বারণ,
হাদীসের এ বাণী সদা রাখিও স্মরণ।
মিথ্যার দ্বারা বদল হয় ইহকালের গতি
মিথ্যা কথায় বেশী হয় পরকালীন ক্ষতি।
শিরক-বিদ'আাত, জাল-যঈফ সুস্পষ্ট মিথ্যা
যাচাই ছাড়া করলে আমল সব হয়ে যায় বৃথা।
জান্নাতের পথ হলো সত্যের নিশানা
মিথ্যার ফল হয় জাহান্নামের ঠিকানা।
ধ্বংস যদি হতে না চাও শয়তানের ধোঁকাতে
মিথ্যা ছেড়ে থাকো তবে সত্যবাদীদের সাথে।
তওবা করে চলো সবাই সত্যের দিকে ছুটি
নইলে সেদিন ফেরেশতারা ধরবে টুটি।
সত্যের উৎস কুরআন-হাদীস মেনে চল তাই
পরকালে মিলবে মুক্তি জানিও নিশ্চয়ই।
কবিতা-২
প্রার্থনা
প্রভু তোমার তরে
যাচি সদা এই শক্তি
ধন্য করোগো রহমে তোমার
পূর্ণ করো এ আকুতি
যাচি সদা এই শক্তি।
সঞ্চার করো প্রাণেতে শক্তি
গাফলতি হতে চাহিগো মুক্তি,
কখনো যেন নাহি মানি হার
করি সদা প্রভু মিনতি।
যাচি সদা এই শক্তি।
শত্রু-মিত্র গরীব-ধনী
রাজা-প্রজা আর মুর্খ- জ্ঞানী,
সকলেই যেন হয়গো আপন
নিভাও মনের হিংসা তপন
তোমার তরে এ মিনতি।
যাচি সদা এই শক্তি।
কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
Telling lies is a great sin. So we shouldn’t try to telling lies. Amazing poem.