জীবনের শেষ বিকেলের বিষন্ন বাতাসের মতো মাঝে মাঝে পুরো ঝড়া বাতাস বয়ে যায়। এক সময় সন্ধ্যে ঘনিয়ে আসে তারপর রাত। ভোরটা অনেকের দেখা হয় না। কিছু কাঞ্চনজঙ্ঘা কষ্ট আর ক্ষত বিক্ষত স্মৃতি বুকে আগলে রেখেই কেউ কেউ একটা জীবন বেহিসেবেই কাটিয়ে দেয়। আর দুর আকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আচঁড়েই সেগুলোই হয়ে উঠে ভালোবাসার এক একটা জীবন্ত স্যালুলয়েট। তবুও দিন শেষে আমরা ঠিকই ভালোবেসে যায়। আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাত রঙা স্বপ্ন, যাযাবর আবেগ আর ভালোবাসার এরকম কিছু বোখাটে গল্প।
আাসলে ভালোবাসা গুলো এরকমই হয়। কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায়। আর কিছু ভালোবাসা মাঝ পথেই থেমে যায়। যে ভালোবাসা গুলো পূর্ণতা পায় না সেগুলো চাপা পড়ে যায় হয়তো আবেগ অভিমান অবহেলার মাঝে নয়তো পরিস্থিতির কাছে। আর যেই ভালোবাসা গুলো পূর্ণতা পায় সেগুলো তো ভাগ্যের লিখন। ভালোবাসার মানুষ গুলো সবসময় হাসিখুশি আর ভালো থাকে এই দোয়া করি আল্লাহর কাছে।
It's great story.. I like your story.. Thanks for sharing