চরফ্যাশন হরিবাড়ি মন্দিরে শুক্রবার গভীর রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে মন্দিরের প্রতিমার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, দানবাক্সের নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল। শনিবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির চন্দ্র মজুমদার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন।
হরিবাড়ি মন্দিরের পুরোহিত শঙ্কর গাঙ্গুলী জানান, শুক্রবার রাতে মন্দিরে কেউ ছিলোনা। মন্দিরের প্রতিমার রাখার কক্ষটি তালাবদ্ধ ছিল। তিনি মন্দিরের পাশের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় জানালা ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমার সঙ্গে থাকা সোনাদানা ও দানবাক্সের টাকা চুরি করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া জানান, চুরির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
oh no, who in his right mind will steal from a temple