গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি অনেকদিন হলো। প্রায় অনেক বছর পর এলাম।এতোদিন ঘরবন্দী ছিলাম।বাট আজকে বিকেলে হঠাৎ ভাবলাম সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আমাদের ঘর সমুদ্রের পাড়ের দুরত্ব খুব বেশি নয়। এতো ভালো লাগছিলো বলার মতো না। সমুদ্রের বাতাস,পাখির কিচিরমিচির,জেলেদের মাছ ধরা,ডিঙি নৌকা, সমুদ্রের পাড়ের কাছে সব ধানের গাছ😍 আগে পানিপথের মাধ্যমে যাতায়াত ছিলো তাই মানুষের ভিড় ছিলো।কিন্তু এখন তেমন একটা কোলাহল নেই।আজকের আকাশটাও বারবার নিজের রুপ পাল্টাচ্ছিলো দেখতে এতো ভালো লাগছিলো চোখ সরাতে পারছিলাম না।
আমি এতোদিন জানতাম সমুদ্রের গাছের ফল হয় না কিন্তু আজকে অবাক হলাম যখন এইখানের লোকালয়ের মানুষ আমাকে সামুদ্রিক ফল নিয়ে আইডিয়া দিলো।যেটাকে আঞ্চলিক ভাষায় কেরবা গুলা বলে বাট এর ভালো নাম আমি জানতে পারিনি। অনেকটা টক আর নোনতা সাধের এই কেরবা ফলগুলো😇 হাটতে হাটতে কেরবা ফলের খোজ করছিলাম এবং পেয়েও গেছিলাম। এক অন্য রকম অভিজ্ঞতা হয়েছিলো।
সবশেষে ধান ক্ষেতের আইল ধরে নিজেদের ঘরে এসে পড়লাম। আশার সময় বাজার,গরু নিয়ে রাখালের ঘিরে ফেরা দেখলাম।আসলেই অন্যরকম মন ভালো করা অভিজ্ঞতা হয়েছে আমার😍😍😍
Asolei ai abosthai ektu mokto hawar khub proyojon