6
29
গতকাল আমি আসছি আমার চাচার বাসাই তবে কালকে এখানে আসার পর থেকেই হচ্ছে মুসল ধারে বৃষ্টি আর এই বৃষ্টির পরিমাণ এত বেশি যে চারিদিক ডুবেছে আর বন্যতে পরিণত হচ্ছে বন্যর তাণ্ডবে এখানে অনেক ঘর বাড়ি ডুবে যাচ্ছে। আবাদযোগ্য জমি বসবাসের জমি ভেঙ্গে যাচ্ছে নদী ভাঙ্গনের জন্য।যার ফলে জন জিবনে দূর্দর্শা নেমে আসছে। বন্যর কারনে জন জীবন জনপথ গুলো ভেঙ্গে যাচ্ছে।
রোদ,,বৃষ্টি দুইটাই আমাদের প্রয়োজন। কিন্তু অতি বেশি হয়ে গেলে তখন অসহ্য লাগে,,আল্লাহর রহমত আমাদের কিছু করার নাই,, আল্লাহ যা দিবে তা আমাদের গ্রহণ করতে হবে। অতিবৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয় যেমন রাস্তাঘাট পানিতে ডুবে যায়,, আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয় তাই অতিবৃষ্টি বেশি ভালো নয়।