#হতাশা______??🤔
এই হতাশা জিনিসটাই হলো ব্যার্থতার মুল চাবিকাঠি 😅
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা।
সময়ের দিক দিয়ে হিসাব করলে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে পিছিয়ে আছে 😅
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে। কিন্তু চাকরি পেতে পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান। :)
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে বাবা হয়ে গেছে 🤣
পরিচিত এই ভাই ঐ ভাই আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু এটা আপনার ভুল ধারনা 😊
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।
যে ব্যার্থ হয়েছে তার ব্যার্থতার কারন গুলো বের করার চেষ্টা করুন। এবং সেগুলো আপনার জীবন থেকে মুছে ফেলুন। এভাবেই ব্যার্থতা দিয়েই শিক্ষা গ্রহন করবেন।
একটা উদ্যোগ নিলেন সেটায় সফল হতে পারলেন না। আবার চেষ্টা করলেন তারপরও সফলতা আসলো না। আবার চেষ্টা করেন ১ম বার না হলে ২য় বার হবে ২য় বার না হলে ৩য় বার হবেন। সৎ ভাবে লেগে থাকলে স্বপ্নজয় অবশ্যই হবে। ইতিহাসের পাতায় যাদের সফলতার গল্প লেখা আছে তাদের সফলতার পিছনে ব্যার্থতার অনেক বড় একটা অবদান রয়েছে। তাদের সফল হওয়ার পিছনে একটাই কারন সেটা হলো তারা ব্যার্থতায় কখনও হতাশ হয়নি। যতোদিন হতাশাকে আপনার পিছু ছাড়াতে পারবেন না, ততোদিন ব্যার্থতাকে পিছু ছাড়াতে পারবেন না।
চেষ্টা করে যেতে হবে ভাই। প্রবল চেষ্টা। আপনি চেষ্টা করবেন না ঘরে বসে ঝিমাতে থাকবেন আর বলবেন আমার ধারা সম্ভব না।
সফলতার তোহ খাইয়া বইসা কোনো কাজ নাই যে আপনার ঘরের দরজায় আইসা নক করবে :)
আরেহ ভাইরে ভাই!!! কে তুমি?
সফলতা এমনিতেই আসে না। এই জিনিসটাকে অর্জন করে নিতে হয় 💪
আপনি পিছিয়ে নেই, আপনি আপনার নিজ গতিতে এগিয়ে যাচ্ছেন। আপনার প্রয়োজন গতিবিধি টা পরিবর্তন করা। ব্যাস এই টুকুই আর কিচ্ছু লাগবে না। 💪😊
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।
সফলতা আসবে না মানে? ঘাড় ধইরা সফলতা নিয়ে আসতে হবে 😊💪 এই মনোবল টুকু থাকতে হবে যে আমার দ্বারাও সম্ভব। 👊
ভালো থাকবেন এবং শুভকামনা থাকবে আপনাদের জন্য ❤❤
খুব গুরুত্বপূর্ণ মোটিভেশন।সবার স্বপ্ন সবার চাহিদা এক নয় কেউই আলাদীনের চেরাগ নিয়ে জন্মায় নি।জে আপনার চাইতে বেশি এগিয়ে সে আপনার চেয়ে বেশি পরিশ্রমী এটা মেনে নিন নইলে গুরে দাড়ান এখনি সময়।বাট এটা মানুষ বুঝেনা একদল মানুষ সমালোচনা করে আরেকদল মানুষ হতাশায় শেষ হয়ে যায়।সবাই ডাক্তার, ইন্জিনিয়ার হয় না এটা বুঝতে হবে। ভালো হয়েছে লেখাটা।