2
25
জীবন প্রবহমান এক গতিধারা। কখনো তরঙ্গময়, কখনো নিস্তরঙ্গ। ক্ষণিকের যাত্রা হয়তো। আর কিছু না। বেচেঁ থাকাই যেন বিষ্ময়, তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। যাতে মৃত্যুর পরও মানুষ বেচেঁ থাকার সময়ে যে কাজ করা হয় তা নিয়ে আলোচনায় মেতে থাকে।
জীবন যাতে মানবকল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্ম কে কি দিতে পারি! আমি কেউ নই, কিছু নই! আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে।
Oshadaron likso apu kub e valo laglo