জানি text গুলো পড়ে মেয়েদের খারাপ লাগবে কিন্তু সত্যি বলতে গেলে এটাই বাস্তব..…......

11 47
Avatar for ShayelAhmed
3 years ago

...................... " ..........…..........

__________ " __________

:::::::::::::::::::::: " :::::::::::::::::::::

আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন অনেক যুবক আপনার কোমর আর বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ পায়,তাতে নাকি আপনার ভালই লাগে । আপনার গালের টোল পড়া গর্তে ছেলেরা নিজেকে কল্পনায় ভাসিয়ে দেয় তাতে নাকি আপনি খুব আনন্দ পান। বুকের অর্ণা সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকে দৃষ্টি কেরে নিতে পারে মুহূর্তে, সেটা নাকি আপনার তৃপ্তি । আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন সেই টাকায় একটা রিক্সা চালকের পুরো মাস চলে যায়,সেটা নাকি আপনার বাহাদুরি। আপনি রাস্তায় হাঁটার সময় শত শত যুবক আপনার দিকে আড়চোখে তাকায় ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায় সারা জীবনের জন্য নয়,আপনি কি জানেন। কোনো সভ্য মা আপনাকে তার পুত্রবধূ হিসেবে কখনোই চাইবে না বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মৌহে হারিয়ে যাবে, যেমন টা রাস্তার পাশে হকারের শার্ট ভালো লাগলে আমরা সেটা দেখি। আপনি কি জানেন, আপনার বুক ফুলিয়ে হাঁটা চলা দুর থেকে কিছু ছেলের ইশারায় আপনার স্তনের সাইজ কোমর মারতে ব্যাস্ত হয়ে পড়ে প্রতিদিন অজস্র পুরুষের চোখে আপনি ধর্ষিত হন। আপনার টাইট জামা হয় তো কাওকে আকৃষ্ট করতে পারবে কিন্তু ঘরের বউ হিসাবে কোনো ছেলে আপনার মত কাওকে চাইবে না। কারণ আপনি নিজেকে বাজারের সস্তা একটা পন্য করে ফেলেছেন, আপনার পোশাক টা দামি হতে পারে কিন্তু আপনার শরীর টা আর দামি নেই। এটা অনেক আগের রাস্তায় শত শত যুবক অর্পণা ঘ্বান শুকে নিয়েছে চোখ দিয়ে মেপে নিয়েছে আপনার,ভাবছেন এটাই তো আপনার সৌন্দর্য তাই না হ্যাঁ,রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে তাই বলে সেটাই হিরা হয়ে যায় না,আপনার সুনাম মূলত তাদের কাছেই গলার কাঁটা,যারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের ব্যাপারে কুৎসা রটনা করে। সুযোগ পেলে মূলত তারাই আপনার ক্ষতি করবে,যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাতে চাইবে, তাদের থেকে সাবধান হন যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে। আপনি কখনোই তাদের থেকে সম্মান আসা করবেন না মেনে নিজের ব্যাপারে অহংকার করেন, তাদেরকে এড়িয়ে চলুন যারা অযথায় বারে বারে আপনার সামনে মানুষ কে ছোটো করে,তাদের থেকে নিরাপদে থাকুন যারা একসময় আপনাকে আমাকে চেয়েছিল,অথচ আজ আপনার বন্ধু হতে আগ্রহী। তাদের গ্রহণ করুন যারা আপনার মতামত কে সম্মান করে আর আপনার ভুল গুলো ধরিয়ে দেয়, এবং অন্যের ব্যাপারে আপনার সামনে কুৎসা রটনা করে না। নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয়, নারী আদর্শবান বাবার সন্তান, নারী একজন দুঃখিনী মায়ের চোখের পানি,একজন পরিশ্রমী ভাইয়ের ভালোবাসা,একজন সন্তানের মা,একটি ঘরের সম্মান,ইসলামের সম্পদ,তাই নারীকে অবহেলা নয় নারীদের সম্মান করতে শিখুন। কাওকে ছোটো করে দেখে খুব মজা পান কখনো কি ভেবে দেখেছেন যাকে ছোটো করে দেখছেন তার মাঝে তেমন কিছু গুন আছে,যা আপনাকেও ছোটো করে দিতে পারে আল্লাহপাক সবাইকে হয়তো সব বোনকে পৃথিবীতে পাঠায় নাই,তবুও সবার মাঝে আলাদা আলাদা করে কিছু বই থেকে থাকে যা তাদের সামনে চলার পথে এগিয়ে নিয়ে যায়,আসলে সত্যি কি জানেন।আপনি দেখতে সুন্দর বলে আপনার প্রচুর ধণ,সম্পদ,শিক্ষা,দীক্ষায় উপরে আছেন বলে, হয়তো সেই ব্যাক্তিটির এসবের কিছুই নেই তবুও তার মাঝে এমন কিছু গুন রয়ে গেছে যা আপনার চোখে পড়েনি কখনো,তাহলে মানুষ্যত্ববোধ বিশাল আকাশের মত উদার একটা হৃদয় যার সামনে দাঁড়ালে আপনাকে অতি তুচ্ছ লাগবে,ভুলে যাবেন না প্রাণ থাকলে প্রাণী হয় না,কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না,কাওকে ছোটো করে নিজে বড়ো হওয়া যায় না কখনো,বরং কাওকে বড়ো করে দেখানোর মাঝে নিজের বড়ো তো খুঁজে পাওয়া যায়।

🤔🤔🤔🤔🤔🤔কথা গুলো তুলে ধরে যদি কোনো ভুল করে থাকি তাহলে ছোট ভাই বা বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন😟😟😟😟😟😟😟

11
$ 0.10
$ 0.06 from @RowshneySS
$ 0.01 from @MarijaJak
$ 0.01 from @GreenOasis
+ 2
Avatar for ShayelAhmed
3 years ago

Comments

Women are not just figures to look at, women are not objects, women are also mothers of their children, women are role models to their daughters, women are also the pride of their parents ... Women should be respected, valued and protected!

$ 0.00
3 years ago

যা পড়লে একজনও খারাপ লাগবে সেটা লিখেন কিসের জন্য না লিখলেই তো ভালো

$ 0.00
3 years ago

😥মায়াটাই বড় অদ্ভুত,,

  যার কাছে জায়, আর আসতে চাই না😥
$ 0.00
3 years ago

Nice article and good post

$ 0.00
3 years ago

অনেক বেশি ভালো লাগছে আপনার এই কথা বললাম

$ 0.00
3 years ago

Amhalfdulllillah

$ 0.00
3 years ago

Nice goloopo Brother

$ 0.00
3 years ago

Nice goloopo Brother

$ 0.00
3 years ago

Meywdwr karap lagar kotha o but tibuO aponr Likha Ta khub besi Sundor laghce...

$ 0.00
3 years ago

Wow. good Article

$ 0.00
3 years ago

Very nice article

$ 0.00
3 years ago