আমি কে..? - ছাত্রলীগ।
আমরা কে..? - ছাত্রলীগ।
মরে কে..? - ছাত্রলীগ।
ছিলো কে..? - ছাত্রলীগ।
আছে কে...? - ছাত্রলীগ।
খারাপ কারা...? - ছাত্রলীগ।
ইতিহাসের পাতায়...? ছাত্রলীগ।
৫২ মানে...? ছাত্রলীগ।
৬২ মানে...? ছাত্রলীগ।
৬৬ মানে....? ছাত্রলীগ।
৬৯ মানে...? ছাত্রলীগ।
৭০ মানে...?ছাত্রলীগ।
৭১ মানে...? ছাত্রলীগ।
৯০ মানে...? ছাত্রলীগ।
১/১১ মানে...?ছাত্রলীগ।
৫ ই জানুয়ারি মানে.? - ছাত্রলীগ।
আলোচনায়...? ছাত্রলীগ।
সমালোচিত....? ছাত্রলীগ।
সবখানেই ছাত্রলীগ,
ছাত্রলীগ, ছাত্রলীগ, ছাত্রলীগ।
আসলে বাংলাদেশ মানেই ছাত্রলীগ।🇧🇩
কিন্তু,
ছাত্রলীগ ব্যবসা করতে পারবে না!
ছাত্রলীগ চাকরি করতে পারবে না!
ছাত্রলীগ বিয়ে করতে পারবেনা!
ছাত্রলীগ টেন্ডারবাজি করতে পারবে না!
ছাত্রলীগ সরকারি কোন সুবিধা পাবে না!
ছাত্রলীগ যথাযথ সম্মান টুকু পাবেনা,
ছাত্রলীগ কর্মী বড় বড় নেতাদের কাছে নেহাত
একটা বস্তু মাত্র, জামাত-বিএনপির চক্ষুশুল,
আর সুশীলের কাছে বখাটে।
আত্মীয়স্বজনের কাছে ঘর ছাড়া সবচেয়ে অবহেলার পাত্র,পাড়ার বড়দের কাছে বেয়াদব ছেলে,
মেয়েদের কাছে বিরক্তিকর নাম। মেয়ের ভাইয়ের কাছে নোংরা মানসিকতার,গুন্ডা,সন্ত্রাসী!
শত বিসর্জনের হৃদয় স্পর্শী অবিরাম
রক্তক্ষরনের নাম ছাত্রলীগ....!
নেতার নেহাত বস্তুটি তখনই দরকার পড়ে
যখন নেতার মাঠ দখলের প্রয়োজন,
নিজের অস্তিত্ব টিকানো প্রয়োজন হয়।
যখন কোনো লোক বিপদে পড়ে তখন ঐ সুশীলরা চেয়ে থাকে অন্য কেউ আসুক তখন কাছে এসে দাঁড়ায় সুশীলের কাছে বখাটে নামক ছাত্রলীগই।
যখন সেই ঘর ছাড়া ছেলেটি ছড়াই উতরাই পেরিয়া গন্তব্যে পৌছাবে তখন আপনি উনাদের কলিজার টুকরা হয়ে যাবেন,আর পাড়ার বড়দের ছোটদের বিপদে সেই বেয়াদব ছাত্রলীগ ছেলেটা ছাড়া আর
কেউ পাশে আসে না।
আপুদের কথা না বলে তো পারা যায় না উনারা
যখন ইভটিজিং,ভর্তি সমস্যা, এই সমস্যা, সেই
সমস্যার মুখোমুখি হন তখন সেই বিরক্তিকর ছাত্রলীগেরই কাছেই আসে।
আরে ভাই কখনও চিন্তা করেন
প্রত্যেকটা ছাত্রলীগ কর্মী কি কষ্ট করে???
পরিবার থেকে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার টাকা দিয়ে রাজনৈতিক কাজ কর্ম চালায়।
চিন্তা ধারা কে প্রসারিত করুন, ছাত্রলীগ কখনও বেঈমানি করে না, নিজ স্বার্থের চিন্তা করে না।
কারণ আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক।✊
আমি গর্বিত আমি ছাত্রলীগ কর্মী
জয় বাংলা
বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের অনেক অবদান রয়েছে এটা অনস্বীকার্য। তবে একটা দলের সবাই ভালো হবে তা না। দলে ভালো যেমন থাকবে, তেমনি ক্ষমতা লোভীও থাকবে।সংখ্যালঘুদের জন্য সবাইকে দোষী করা উচিৎ না।