আলেকজান্ডারের ভারত আক্রমণ

1 38

প্রাচীন ভারতের ইতিহাসে গ্ৰিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান এক চমকপ্রদ ঘটনা। ঐতিহাসিক V.A. Smith এ প্রসঙ্গে বলেছেন,“ The invasion of India by Alexander the Great in 327 B.C. is more interesting than any other episode of early Indian History.”

আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র। বাল্যকালে তিনি বিখ্যাত গ্ৰিক দার্শনিক এরিস্টটলের কাছে গৃহশিক্ষা লাভ করেন। তবে তিনি এরিস্টটলের দর্শন শাস্ত্র অপেক্ষা মহান বীর যোদ্ধাদের, বিশেষ করে হারকিউলিস,কাইরাসের কীর্তিকলাপ শ্রবণে বেশি আগ্ৰহী ছিলেন।

খ্রিষ্টপূর্ব ৩৩৫ অব্দে পিতা ফিলিপের মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সে তিনি ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন দিগ্বিজয়ী বীর এবং উচ্চাকাঙ্ক্ষী শাসক। সিংহাসনে আরোহণের দু'বছরের মধ্যে তিনি বিরাট এক সেনাবাহিনী নিয়ে দিগ্বিজয়ে অগ্ৰসর হন। তাঁর সেনাবাহিনী ৩০,০০০ পদাতিক ও ৫০০০ অশ্বারোহী নিয়ে গঠিত ছিল।

7
$ 0.00

Comments

খুব গুরুত্বপূর্ণ তথ্য।উপকৃত হলাম।ধন্যবাদ।

$ 0.00
3 years ago