অনুভূতি

2 15

এক সময় সবারই অনুভূতি কাজ করে। অনুভূতি এমন একটা অংশ সবারই মাঝে থাকে। এই অনুভূতির জন্য আমরা কখনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় কখনো বা ভালো কাজ করে ফেলাই। অনুভূতি না থাকলে হয়তো বা আমরা পরিপূর্ণ মানুষ হতে পারতাম না ‌। সবারই মাঝে এই অনুভূতি নামক বস্তুটা থাকা দরকার। এই অনুভূতির জন্য আমরা কখনো আনন্দ থাকি কখনো বা কষ্টে থাকি। মানব জীবনে এই অনুভুতির অনেক গুরুত্ব রয়েছে।

11
$ 0.00

Comments

অনুভুতি? অনুভুতি জিনিসটা খুব খারাপ আবার খুব ভালো,এটা কারো জীবনে কাল হয়ে নেমে আসতে পারে আবার কারো জীবনে সুখ বয়ে নিয়ে আসতে পারে,সর্বপরি বলবো কর্মগুনে ব্যক্তি তার ফল পায়,তার অনুভুতিটা যেমন হবে তিনি ঠিক তেমনই ফল পাবে,খারাপ হলে তারও খারাপ সময় আসবে ভালো হলে কার জীবনে সুখ আসবে!তাই আমাদের উচিৎ সকলে মোহ করে সঠিক পথে ফিরে আসা

$ 0.00
4 years ago

হা বন্দু খুব সুন্দার কথা বলেছেন অনুভূতি আমাদের খারাপ কাজের দিকে নিয়ে যায় আবার অনেক সমায় ভাল কাজের দিকে নিয়ে আসে, এর কারন হলো, মন টারে সব সমায় সুন্দর করে মনটা ধরে রাখা।।

$ 0.00
4 years ago