লেখালেখির ব্যাপারটা অনেকের কাছে অনেক প্রিয়!মন খারাপ মন ভালো যাই হোক না কেনো লেখালেখির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পছন্দ করে অনেকেই।কেউ কেউ লেখালেখি করে প্রকৃত সুখ খুজে পায়।এমন অনেক মানুষই আছে যাদের কাছে যেকোনো বিষয়ে লেখালেখি করা অনেক সহজ বিষয়।লেখা প্রিয় মানুষ গুলো যখন কোথাও ঘুরতে যায়,তখন প্রকৃতির সৌন্দর্য শুধু উপভোগ-ই করে না বরং খুব সুন্দর বর্ণনায় খাতায় তুলে রাখে!একজন লেখক তার লেখার মাধ্যমে সাধারণ কোনো বিষয় অনেক সুন্দর করে ফুটিয়ে তুলে!
লেখালেখি করতে হলে অবশ্যই কৌতুহল থাকতে হবে!
লেখালেখি করার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌতুহল হওয়া।যেকোনো বিষয়ে আগ্রহ থাকলেই সে কাজটি করে শান্তি পাওয়া যায়,কোনো একঘেয়েমি মনে হয় না!আগ্রহহীন কোনো কাজ সফলতা আনে না।যে বিষয়ে যতো বেশি কৌতুহল জন্মাবে,সেই বিষয়ে ততো বেশি জানা যাবে।
লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে!
লেখালেখি করতে অবশ্যই এই বিষয়ে অভ্যস্ত হতে হবে!তাহলে একটি বিষয় অনেক সুন্দর করে ফুটিয়ে তুলা যাবে।লেখালেখির ক্ষেত্রে অভ্যাস থাকলে কখনো একঘেয়েমি মনে হবে না।
সব সময় মন ভালো রাখতে হবে।
"মন ভালো তো সব ভালো" ঠিক তেমনি লেখালেখি করার ক্ষেত্রে মন,মেজাজ ও ভালো রাখতে হবে।তাহলে খুব সুন্দর করে যেকোনো বিষয় সাজিয়ে তুলা যাবে!
লেখালেখি করার সময় নিরবতা প্রয়োজন!
নিরবতা মানে,শান্তির স্থান।লেখালেখি এমন একটা বিষয় যা কোলাহল জায়গায় হয় না।তার জন্যে দরকার নিরবতা নিশ্চুপ স্থান,যেখানে লেখক তার মনের আনন্দে ভাবতে পারবে।
একজন লেখক লেখালেখির মাধ্যমে শুধু নিজের শান্তি বয়ে আনে না,যারা লেখকের লিখা পড়ে তারাও অনেক আনন্দ পায়।নিজের শান্তি এবং সবার শান্তির জন্যে লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে।