এইতো কিছু দিন আগেই আমি ছিলাম শুধু আমিময়।ছিলোনা কোনো পিছুটান,যখন যেটা তখন সেটা করতাম।কিন্তু কিছু দিন আগের আমি আর এখন এর আমি তে অনেক পার্থক্য আছে।কিছুদিন আগের আমি শুধু নিজেকে নিয়ে ভাবতাম,নিজেকে ভালোবাসতাম।কিন্তু এখনের আমি হারিয়ে গেছি তোমারি মুগ্ধতায়।
আমি পারি না তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে,আমি পারি না তোমাকে ছাড়া একটা দিনও থাকতে।কোন সে মায়ায় জড়ালে আমায় তুমি,নিজের মধ্যেও পাই না খুজে আমায় আমি।
হয়তো ভাবছো,এতই ভালোবাসি তবে কেনো সামনে এসে বলছি না?
ভালোবাসা কী শুধু বলার মধ্যে সীমাবদ্ধ?
একদমই না!
ভালোবাসি তোমার ঐ মিষ্টি হাসি,ভালোবাসি লুকিয়ে লুকিয়ে দেখতে তোমায়,ভালোবাসি তোমার বলা সব গুলো কথা!তুমি কখনো বুঝে যাও সেই ভয়ে যখন মুখ শুকিয়ে কাঠ হয়ে যায় ঠিক তখনি তুমি বলো"পাগল"!হ্যাঁ আমি পাগল।বড্ড বেশি পাগল শুধু তোমার জন্যে।
অপ্রকাশিত ভালোবাসার মাঝে মায়া কাজ করে,এক ধরনের ভালোলাগা কাজ করে,অনেক অনেক পাগলামি কাজ করে,যা প্রকাশ করার মাঝে থাকে না।হয়তো একদিন তুমি বুঝবে কতো করে তোমাকে চেয়েছি,হয়তো তুমি রাগ করবে,অভিমান করবে,কেনো বলি নাই অনেক বেশি ভালোবাসি তোমাকে!
লুকায়িত ভালোবাসার অনুভূতি হয় অন্যরকম,যা মুহূর্তে মুহূর্তে ভালোবাসার আবেশে জড়িয়ে রাখে!আমি এইতো বেশ আছি তোমায় ভালোবেসে।
আমি নিজেকে হারিয়ে খুজে নিয়েছি তোমায়।আমি নিজেকে ঠকিয়ে জিতিয়ে দিয়েছি তোমায়।আমি নিজেকে লুকিয়ে ভালোবেসেছি তোমায়।তুমিহীন আমি ঝড়ে পরা শুকনো পাতা।তুমিহীন আমি আলোহীন ঘরের টেবিলে রাখা অবহেলিত খাতা।
আমি আছি,তোমার পাশে,সারাজীবন ছায়া হয়ে।আমি থাকবো তোমার হয়ে,তোমার ভালোর কবজ হয়ে।
তুমি নিজেকে কখনো একা ভেবো না,আমি আছি তোমার কাছেই।খুব কাছেই!
সব কিছু এলোমেলো তোমার খেয়ালে।ঠিকানাহীন গন্তব্যের মতো আমার অবস্থা যেদিকেই যাই তোমার দেখা।
তোমাকে না বলা অনুভূতিরা রোজ এসে বলে"আর কত"?এবার নাহয় জাগ্রত করো।ভালোবাসার মানুষটাকে প্রকাশ করো ভালোবাসো।
আমি এইতো বেশ আছি তোমাকে ভালোবেসে।তোমাকে আমার অনুভূতি জানালে হয়তো আমরা সুখি হবো কিন্তু সব সময় ভয়,অনিশ্চয়তা বাসা বাধবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে।আর এভাবেই আমি হারিয়ে ফেলবো তোমায়।
আমি চাই সুখে থাকো তুমি।সব সময় হাসি খুশি থাকো।সব সময় ভালো থাকো।আমিও ভালো আছি তোমাকে নিয়ে।আমিও সুখে আছি তুমিময় আমি হয়ে।