0
14
মনে কী পড়ে না?
সেই শিশুটির কথা?
ফুটপাতের পাশে শুয়ে আছে,গায়ে নেই একটুখানি কাথা।
তুমিতো সুখেই আছো,নরম বালিশে শুয়ে!
ভেবে দেখো,শিশুটি শুয়ে আছে,মাথায় ইটের বালিশ দিয়ে।
খাছো তুমি পোলাও কোরমা,বিরিয়ানি আর কাচ্চি!
রেস্টুরেন্টে বসে,বন্ধুদের সাথে খাচ্চো তুমি লাচ্ছি।
অথচ দেখো শিশটি ক্ষিদের জ্বালায় কাদছে দিবারাত্রি।
তাদের জন্যে কী হয়না কষ্ট?
যে শিশু গুলো ফুটপাতে বেড়ে হচ্ছে নষ্ট?
চলো,তাদের সবাই মিলে সাহায্য করি!
দেশকে দরিদ্র মুক্ত আর,সুন্দর করে গড়ি!
সুন্দর হবে আমাদের সমাজ,সুন্দর হবে রাষ্ট্র,
তাহলে দেশের দরিদ্রদের হবে না আর কষ্ট!