Movie:1917(2019)
Genre:War,Drama
IMDb--8.3/10
Rotten Tomatoes:89%
Personal Rating:10/10
পিওর মাস্টারপিস মুভি একটা...অনেক ক্রিটিক্সের মতে তো সর্বকালের সেরা ওয়ার মুভি নাকি এইটা
সত্যি বলতে আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে
মুভির বেস্ট পার্ট হলো এর সিনেমাটোগ্রাফি(আমার কাছে)...এত সুন্দর সিনেমাটোগ্রাফি খুব ই কম দেখেছে আমি...কিছু সিন এত সুন্দর ছিল যে বারবার পিছিয়ে দেখেছি
ভিফিএক্স ওয়ার্কটাও অসাধারণ ছিল...অস্থির ভিজ্যুয়াল এফেক্ট ছিল..
এরপরে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক টা মুভির আরেকটা সেরা দিক...অস্থির ছিল মুভির এই সাইড টাও...
মুভিটা ৩ টা বিভাগে এবার অস্কার পেয়েছে---সেরা সিনেমাটোগ্রাফি,সেরা ভিফিএক্স,সেরা সাউন্ড মিক্সিং..সাউন্ড এডিটিং বিভাগেও দেওয়া উচিত ছিল বলে মনে করি...আর Parasite না থাকলে হয়তো সেরা চলচ্চিত্র বিভাগেও পেত অস্কার
স্যাম মেন্ডেসের ডিরেকশন বরাবরের অনেক ভালো ছিল,চমৎকার ছিল...
সকলের অভিনয় অনেক Mature ছিল..অনেক ভালো ছিল
মুভির স্টোরি একটা রিয়েল ঘটনার উপর ভিত্তি করে..
মুভির কাহিনিসংক্ষেপঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় দুইজন সৈনিক স্কোফিল্ড,ব্লেককে আদেশ দেওয়া হয় অনেক দূরের তাদেরই একটা ওয়ার ক্যাম্পে মেসেজ পাঠানোর...আর এই মেসেজটা পাঠাতেই হবে যে করেই হোক..কারণ এই মেসেজটা প্রায় ১৬০০ সৈনিকের প্রাণ বাঁচাবে...এর মধ্যে ব্লেকের ভাই ও আছে...কিন্তু সমস্যা হলো,ওই ক্যাম্প পর্যন্ত যেতে হলে অনেক শত্রুকে অতিক্রম করতে হবে,যেটা অনেক কঠিন হবে...তারা কি এই কঠিন কাজ করতে পারবে? পারবে ১৬০০ সৈনিকের প্রাণ বাঁচাতে? জানতে হলে দেখে ফেলেন অস্থির এই মুভিটি
মুভিটা দেখার সময় বিন্দুমাত্র বোর হবেন না গ্যারান্টি দিতে পারি
অনেকেই হয়তো দেখে ফেলেছেন..তবে অনেকেই হয়তো দেখেননি
যারা দেখেননি তাড়াতাড়ি দেখে ফেলেন
Don't Miss This Masterpiece
Nice article! Plz back me