আমার প্রিয় কিছু ইন্ডিয়ান হিন্দি WEB Series

3 52
Avatar for SazzadHossain
4 years ago

এই লকডাউনে মুভিলাভারদের মধ্যে আর যাই হোক এখন সিরিজ লাভার কিন্ত অনেক বেরেছে..

যদিও অনেক আগে থেকেই বেশ কিছু মারাত্বক লেভেলের ওয়েব সিরিজ ও আমাদেরকে দিয়ে যাচ্ছে অনলাইন নানান প্লাটফর্ম গুলো । তবে এতোদিন অনেকে ওয়েব সিরিজ থেকে দুরে ছিলো কিন্ত এই লকডাউনে অবসর সময় বেশি থাকায় হয়তোবা এখন ওয়েব সিরিজের প্রতি সবাই ভালোভাবেই ঝুকে পরেছে... আর এখন যেনো অনেকের কাছে নেশা টাইপ হয়ে গেছে..

Even সিরিজ দেখতে দেখতে অনেকের কাছে মুভি ভালোই লাগেনা..

ত সেই হিসেবে আমার প্রিয় দুইটা ইন্ডিয়ান Web Series এর কথা আপনাদের বলি যদিও পুরোনো..

আর নতুন web সিরিজগুলো মিলিয়ে যদি সেরা ৫টা সিরিজ সাজেসন চান।

এই ভিডিওটা দেখতে পারেন- shorturl.at/cesNT

যাই হোক আমার প্রিয় ইন্ডিয়ান web series এর মধ্যে

প্রথমেই বলবো..।

Mirzapur WEb সিরিজের কথা..

২০১৮ সালের নভেম্বরে Amazon Prime Video তে মুক্তি পাওয়া Mirzapur (2018) ওয়েব সিরিজটি দারুণ সারা ফেলেছিল। ১ম সিজন দেখার পরেই সবাই ২য় সিজনের জন্য উদগ্রীব হয়ে আছে। আর ইতিমধ্যেই ২য় সিজন রিলিজ এর আপডেট এসেও পরেছে .


সিরিজটি মূলত ভারতের উত্তর প্রদেশের একটি শহর মির্জাপুর কে কেন্দ্র করে নির্মিত।

আর এই মির্জাপুরের একমাত্র প্রভাবশালী ব্যক্তি হলেন কালিন ভাই । আর এই কালিন ভাইয়ের ইশারাতেই চলে পুরো মির্জাপুর। মির্জাপুরে আইন বলতে কিছু নেই। যা আছে তা হলো কালিন ভাই । ত সন্ত্রাস, আন্ডারগ্রাউন্ড বিজনেস, পলিটিকস, লাভ, ইমোশন, সাসপেন্স কি নেই এই সিরিজে । প্রতিটা পরতে পরতে রয়েছে রোমাঞ্চ।

ওভারওল খুবই মারাত্বক লেগেছে আমার কাছে পুরো সিরিজটি ..বিশেষ করে ১ম সিজনের শেষের দিকটা..

আর এছাড়া আর একটা সিরিজের কথা বলবো ইন্ডিয়ান

সেটা হলো

Sacred Games

ইন্ডিয়ান এখন অব্দি অলটাইম সেরা কোন ওয়েব সিরিজের কথা যদি বলেন সেটা হলো এই সিরিজটি.. আর এই সিরিজটিই কিন্ত মুলত ইন্ডিয়াতে ওয়েব সিরিজ নামের ব্যাপারটা সবার সামনে সফলতার সাথে সবার আগে তুলে ধরতে সক্ষম হয়েছে .. আর যা এখন অব্দি সেরার অবস্থান এই জায়গা করে রেখেছে..

ভাবুন হঠাৎ একদিন অচেনা একজন আপনাকে বললো যে বাচিয়ে নিন আপনার শহরকে ২৫ দিনের মধ্যে। তখন আপনি কি করবেন? ঠিক এইটাই হয় এই সিরিজে

একরাতে সারতাজ সিং নামের এক সৎ পুলিশ অফিসারের কাছে এক রহস্যময় নাম্বার থেকে কল আসে। ঘটনাক্রমে সে জানতে পারে এই সৎ পুলিশকে ফোন দেয় তিনি হলেন মুম্বাই এর বিখ্যাত ক্রাইমলর্ড গনেশ গাইতোন্ডে যিনি কিনা হলেন (নাওয়াজুদ্দিন সিদ্দিক)।

ওয়েল ‘Sacred Games’ এই সিরিজটি মুলত ভারতীয় লেখক বিক্রম চন্দ্র এর লেখা সেম একই নামের একটা উপন্যাস হতে নির্মিত ।আর সিরিজটির প্লটটা অনেক জোস ছিলো । মোট কথা প্রত্যেকটা মুহূর্তেই আপনাকে আশক্ত করে রাখবে। আর সিরিজে সবার অভিনয় ছিলো টপ ক্লাস

যা মুলত সিরিজটিকে এতটা হাই রেটিং এ যায়গা করতে পেরেছে.. যদিও সিরিজটির এন্ডিং এ গিয়ে অনেকেই একটু হতাশই হয়েছে তবে যাই হোক যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে কিন্ত জানাতে পারেন আপনার কাছে এন্ডিং টা কেমন লেগেছে

আর যারা দেখেন নি সময় থাকলে অবশ্যই দেখে নিবেন..

4
$ 0.00
Avatar for SazzadHossain
4 years ago

Comments

Thanks for your article! Plz back me

$ 0.00
4 years ago

Nice article

$ 0.00
4 years ago

Nice article

$ 0.00
4 years ago