চিংড়ির মালাইকারি:

3 10
Avatar for Sanjida15
3 years ago

--------------------------

উপকরন

• চিংড়ি মাছঃ ১কেজ়ি(মাঝারি সাইজের,মাথা ফালানো)

• সরষে তেলঃ ২ টেবিলচামচ

• ঘিঃ ২ টেবিলচামচ

• পেয়াজ বাটাঃ ১/৪কাপ

• আদা-রসুন, বাটাঃ ১চা চা করে

• নারিকেলের দুধঃ ১কাপ ঘন

• লবন পরিমান মত

• চিনিঃ ১ টেবিলচামচ

• জিরা গুড়োঃ ১চা চামচ

• শুকনো মরিচ গুড়োঃ ১চা চামচ

• গরম মশলা বাটাঃ(এলাচঃ ৪,দারচিনি : ৩ টি ,তেজপাতাঃ ১, ১চা চামচ শাহীজিরা এবং অল্প জয়ত্রী)

• (২ টেবিলচামচ কিসমিস+ ১/৪কাপ পেয়াজ বেরেস্তা + কিছু বাদাম)বাটা

• কাচামরিচঃ ৬

চিংড়ির সাথে ১চা চামচ লবন ও হলুদ মেখে নিন।

প্যানে ২ টেবিলচামচ তেল গরম করে চিংড়ি সোনালি করে ভেজে তুলুন।

কড়াইতে ঘি ও সরিষার তেল গরম করে একে একে সব বাটা ও গুড়ো মশলা দিন।১/৪ কাপ পানি দিয়ে ২ মিনিট কষিয়ে নিন।এখন নারিকেল দুধ ও কাচামরিচ দিন।কিছুটা নেড়ে চিংড়ি দিয়ে দিন।ঢেকে অল্প আচে ১০ মিনিট রান্না করুন।

ঘন হলে নামিয়ে গরম পরিবেশন করুন।

4
$ 0.00

Comments

এত সুন্দর রেসিপি না দিয়ে দাওয়াত দিলেই তো পারেন

$ 0.00
3 years ago