ট্রাম্পের জন্য ভোট চাইলেন লাদেনের সেই আলোচিত ভাতিজি নুর

2 14
Avatar for Saif6878
3 years ago

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইলেন আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের আলোচিত ভাতিজি নুর বিন লাদেন।

মার্কিন বাহিনীর হাতে নিহত আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ভাতিজি নুর বিন লাদেন সুইজারল্যান্ডে বসবাস করলেও ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। এর আগে "আমেরিকা কাপাচ্ছেন লাদেনের ভাতিজি" শীর্ষক শিরোনামে একটি আন্তর্জাতিক প্রতিবেদন বেশ চাউর হয়। সেই থেকেই আলোচিত লাদেনের ভাতিজি নুর বিন লাদেন।

নুরের মা সুইস লেখক কারমেন ডুফুর, বাবা সৌদি ধনাঢ্য পরিবারের ছেলে ইয়েসলাম বিন লাদেন। ১৯৮৮ সালে নুরের মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। এর পর ২০০১ সালে ৯/১১ হামলার পর ২০০৪ সালে লাদেন পরিবার নিয়ে বই লিখে ব্যপক খ্যাতি পান নুরের মা কারমেন।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’দলের দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচনের মাঠ গরম করে চলেছেন। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে তাদের তারকা সমর্থকরা সমর্থন দিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় ওসামা বিন লাদেনের ভাতিজি বর্তমান ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন জানালেন।

এ বিষয়ে নুরের বক্তব্য, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি ৯/১১ দোরগোড়ায়। আরেকটি ৯/১১ ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2
$ 0.00

Comments

Wow realy amazing article.. beautifull writong dear friend all the best

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago