২০১৯ বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই। ভারতের বিপক্ষে আগুন গরম ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। এমন এক ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে হাই তুলছিলেন পাকিস্তানের তখনকার অধিনায়ক সরফরাজ আহমেদ! এই ঘটনা তীব্র সমালোচনার জন্ম দেয়। সরফরাজের নেতৃত্ব যাওয়ার পেছনেও অন্যতম কারণ এই হাই তোলা। এবার ইংল্যান্স সফরে আবারও ম্যাচের ফাঁকে হাই তুলে হাসির খোরাক হলেন সরফরাজ।
ম্যাঞ্চেস্টারে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ডাগ-আউটে বসা সাবেক পাকিস্তান অধিনায়ককে হাই তুলতে দেখা যায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। ওই ম্যাচটিতে হেরে যায় পাকিস্তান। এরপরই শুরু হয় হাসাহাসি। অনেকেই মজা করে লিখেছেন, 'ম্যাচ শুরু হলেই সরফরাজ হাই তুলতে শুরু করেন।' আবার কেউ লিখেছেন, 'ক্রিকেটের সব ফরম্যাটেই হাই তুলেছেন সরফরাজ।' শুধু মুখের কথা নয়, তিন ফরম্যাটে সরফরাজের হাই তোলা তিনটি ছবিও সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছে!
গত ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে হারার পর টুইটারে ছড়িয়ে পড়েছিল সরফরাজের হাই তোলার ছবি। পাকিস্তানের তৎকালীন অধিনায়ককে দেখে কেউ কেউ বলেন, 'ওকে মাঠে দাঁড়িয়ে হাই তুলতে দেখে আমার অফিসের লাঞ্চের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল।' প্রসঙ্গত এর আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও হাই তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন সরফরাজ। গত বিশ্বকাপের পর থেকেই তিনি দলে পুরোপুরি অনিয়মিত। আবার কবে তিনি একাদশে সুযোগ পাবেন তা কেউ জানে না।
Nice .. Follow me bro.