গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে বোরকা পরিহিত মা ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলের ক্রিকেট খেলার আনন্দে মেতে ওঠার ছবি। ১১ বছরের ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিল তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘূর্ণিতে কাবু করে বেশ উল্লাসে মাতে শিশু ইয়ামিন। মা ছেলের এমন অভাবনীয় ক্রিকেট প্রেমের ছবি নেটিজেনদের ছাপিয়ে স্পর্শ করেছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমকেও।
বুধবার সেই মা ছেলের সাথে সাক্ষাৎ করলেন মুশি। ছবি তুলেছেন তাদের সাথে। সময় নিয়ে গল্প করেছেন ক্ষুদে ক্রিকেটারের সাথে। জানিয়েছেন, এই বয়সে থাকতে তিনি নিজেও এমন ক্রিকেট খেলতে পারতেন না। শিমু ইয়ামিনকে উৎসাহিত করতে ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত এই ব্যাটসম্যান নিজের ‘১৫ নম্বর’ জার্সি, গ্লাভস ও অটোগ্রাফযুক্ত ব্যাটও উপহার দিয়েছেন।
মুশফিক জানান, মা-ছেলের খেলার এই দৃশ্য দেখে তিনি বেশ আলোড়িত হয়েছেন। তাগিদ বোধ করেছেন তাদের সাথে দেখা করে উৎসাহিত করার। নিঃসন্দেহে মুশির সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত শিশু ইয়ামিন ও তার অ্যাথলেট মা ঝর্ণা আক্তারও।
That is very sweet of MR 15.