উপকরণ:
১. মুরগি।
২. সয়াবিন তেল।
৩. কাঁচা মরিচ।
৪. আদা বাটা।
৫. পেঁয়াজ কুচি।
৬. রসুন বাটা।
৭. জিরা বাটা।
৮. মরিচের গুড়া।
৯. লবন (স্বাদ মতো)
১০. ঘন দুধ।
১১. ঘি।
১২. গরম মসল্লা।
প্রস্তুত প্রণালী:
১. চুলায় কড়াই বসিয়ে এতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ গুলো বাদামী রঙ হয়ে এলে এতে বাকি উপকরন (রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচের গুড়ো, লবন) দিয়ে দিতে হবে।
২. সব উপকরন একসাথে মিশিয়ে ভালো ভাবে রান্না করতে হবে। সামান্য পানি দিয়ে সব মসল্লা ভালো করে কষিয়ে নিতে হবে।
৩. মসল্লা ভালো ভাবে কষানো হলে মুরগির মাংস গুলো দিয়ে দিতে হবে।
৪. এরপর এতে দুধ দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। ভালো ভাবে কষানো হলে এতে গরম মসল্লা দিয়ে ভালো ভাবে নাড়তে হবে।
৫. বেশি ঝোল রাখা যাবে না। তাই ঝোল কমে এলে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।
৬. নামিয়ে নেয়ার আগে উপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিতে হবে। এতে খাবারের স্বাদ বেড়ে যাবে।
তারপর ভালো করে সাজিয়ে এবং সুন্দর করে পরিবেশন করুন গরম গরম "মুরগির কোরমা"।।
খুবই সহজ রেসিপি। অনেকদিন ধরেই মুরগির কোরমার রান্নার ইচ্ছা ছিল। আজকে এত সহজ একটা রেসিপি পেয়ে গেলাম। ধন্যবাদ।