Fried Chicken

13 17

ভাজা মুরগি

উপাদান

2 পিটানো ডিম

1 কাপ দুধ

2 চা চামচ পেপ্রিকা

1/2 চা চামচ হাঁস মুরগী

4 চা চামচ রসুন লবণ

2 চা চামচ কালো মরিচ

2 কাপ সমস্ত উদ্দেশ্য ময়দা

গতিপথ:

একটি বাটিতে ডিম এবং দুধ একসাথে পেটান।

একটি বড় প্লাস্টিকের ব্যাগে রসুনের লবণ, মরিচ, হাঁস-মুরগি মুরগি এবং পেপারিকার সাথে ময়দা একত্রিত করুন।

ব্যাগের মধ্যে মুরগি রাখুন, এটি সিল করে কোট করতে কাঁপুন।

ডিমের মিশ্রণে এবং ময়দার মিশ্রণে ময়দা-আবৃত মুরগিটি ডুবিয়ে রাখুন।

স্কিললেটতে তেলটি গরম করে ৩ 36৫ ডিগ্রি এফ করে নিন oil গরম তেলের চারদিকে মুরগি বাদামি করুন।

আঁচকে মাঝারি আচে নিচে নামিয়ে নিন এবং মুরগিটিকে আরও আধ ঘন্টা বা পুরোটা রান্না হওয়া পর্যন্ত দিন।

এটি কাগজের তোয়ালে নেড়ে পরিবেশন করুন।

8
$ 0.22
$ 0.22 from @TheRandomRewarder

Comments

খুব সুন্দর রেসিপি এভাবে আরও দিতে থাকেন

$ 0.00
3 years ago

ধন্যবাদ

$ 0.00
3 years ago

ওও নাইস রেসিপি কিপ ইট আপ

$ 0.00
3 years ago

চিকেন ছোট বড় সবার পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। অবশ্যই বানাবো ইনশাআল্লাহ।

$ 0.00
3 years ago

Tnx

$ 0.00
3 years ago

ফ্রাইড চিকেন ভালোই লাগে।তবে বেশি খাওয়া হয় নাই।ধন্যবাদ আপনাকে এই রেসিপিটা আমি পারতাম না।এখন পারবো আশা করি।

$ 0.00
3 years ago

Tnx

$ 0.00
3 years ago

কে তুমি নন্দিনী

$ 0.00
3 years ago

ফ্রায়েড চিকেন আমার প্রিয় খাবার। ছোট থেকে শুরু করে বড় সবাই খুব পছন্দ করে। ছুটির দিন আসলেই আমার ছোট ভাইয়ের বায়না ফ্রায়েড চিকেন এর জন্য৷

$ 0.00
3 years ago

its delious recipe. its so testy food. i love this fried chicken. sometimes i made this resipe it my home.

$ 0.00
3 years ago

Tnx

$ 0.00
3 years ago

আমার খুব পছন্দ। প্রায়ই মায়ের কাছে বায়না ধরা হয় এটার জন্যে। ধন্যবাদ তোমাকে রেসিপি টি দেয়ার জন্য।

$ 0.00
User's avatar Apu
3 years ago

cikan fry fride rice ar satha khub valo lagr satha tomator sos holato kothai nai

$ 0.00
3 years ago