Chittagong

6 12

মঙ্গলবার মধ্যরাত থেকে উত্তর কাট্টলী এলাকায় কঠোর লকডাউন নিশ্চিত করবে প্রশাসন, একেবারে সব কিছু বন্ধ থাকবে ২১ দিনের জন্য, সীতাকুণ্ডও রেড জোনে, শীগ্রই শুরু হবে কঠোর লকডাউন

উত্তর কাট্টলী ওয়ার্ড- বিশ্ব কলোনি, ফিরোজশাহ, সাগরিকা এবং পাহাড়তলী এলাকার কিছু অংশ নিয়ে গঠিত।

এই ওয়ার্ডটিতে চট্টগ্রাম সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ১৫০টি কলকারখানা রয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডকে কঠোর লকডাউনের আওতায় আনতে যাচ্ছে প্রশাসন।

রোববার (১৪ জুন) বিকেলে নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, প্রাথমিকভাবে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলীকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ২১ দিন এই ওয়ার্ডের সবকিছু বন্ধ থাকবে।

বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, লকডাউন চলাকালীন ওই এলাকায় ফার্মেসি, মুদি দোকানসহ সবধরণের দোকান, কলকারখানা, গণপরিবহন বন্ধ থাকবে।

তিনি বলেন, লকডাউন চলাকালীন কেউ বাসার বাইরে আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন।

‘তারা উত্তর কাট্টলী ওয়ার্ডের সব প্রবেশমুখ বন্ধ করে দিয়ে পুরো এলাকায় সার্বক্ষণিক টহল এবং জনসাধারণের চলাচল ঠেকাতে সব ধরণের কার্যকরী ব্যবস্থা নেবেন।’

বদিউল আলম বলেন, লকডাউনে পড়া মানুষ যাতে নিত্যপণ্য নিয়ে সংকটে না পড়েন- সে জন্য ভ্যান নিয়ে নিত্যপণের ‘ডো টু ডোর’ সেবা চালু করা হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কিছু ভ্যান তৈরি রাখবো।

‘একাধিক কন্ট্রোল রুম থাকবে। চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে, কারও জরুরি সেবা দরকার হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করে সহায়তা পাওয়া যাবে।’

ওয়ার্ডটিতে কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে।

চট্টগ্রাম মহানগরীর ১০ এলাকা রেড় জোনের অন্তর্ভুক্ত

১) কোতোয়ালির ১৬,২০,২১,২২ নাম্বার ওয়ার্ড 🚩

২) খুলশীর ১৪ নাম্বার ওয়ার্ড 🚩

৩) হালিশহরের ২৬ নাম্বার ওয়ার্ড 🚩

৪) চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নাম্বার ওয়ার্ড 🚩

৫) পতেঙ্গার ৩৯ নাম্বার ওয়ার্ড 🚩

৬) পাহাড়তলীর ১০ নাম্বার ওয়ার্ড 🚩

চট্টগ্রামে উপজেলা ভিত্তিক রেড জোন, যা শীগ্রই কার্যকর হবে

১) সীতাকুণ্ড উপজেলা - রেড জোন 🚩

২)পটিয়া উপজেলা - রেড জোন 🚩

৩)হাটহাজারী উপজেলা - রেড জোন 🚩

৪) বোয়ালখালী উপজেলা - রেড জোন 🚩

৫)চন্দনাইশ উপজেলা - রেড জোন 🚩

৬) সাতকানিয়া উপজেলা - হলুদ জোন 🔶

৭) লেহাগাড়া উপজেলা - হলুদ জোন 🔶

৮)বাঁশখালী উপজেলা - রেড জোন 🚩

৯) রাংঙ্গুনিয়া উপজেলা - রেড জোন 🚩

১০)রাউজান উপজেলা - রেড জোন 🚩

১১)আনোয়ারা উপজেলা - রেড জোন 🚩

১২) ফটিকছড়ি উপজেলা - হলুদ জোন 🔶

১৩)সন্ধীপ উপজেলা - গ্রীণ জোন ✅

১৪) মিরসরাই উপজেলা - গ্রীণ জোন ✅

4
$ 0.00

Comments

This article is very good. Chittagong is the most popular city in Bangladesh. It is very charming to read.thank you.

$ 0.00
4 years ago

আমরা জানি চিটাগং এর অবস্থা খুব ভয়াবহ রুপ নিচ্ছে। করোনা ভাইরাস যেন গ্রাস করে নিচ্ছে পুরো চিটাগং বিভাগকে। এমন অবস্থায় কঠোর লকডাউন খুবই দরকার।

$ 0.00
4 years ago

নারায়নগন্জের অবস্থাও ঠিক একই রকম কিন্তু নারায়নগন্জ প্রশাসন এখনও কোনো কিছুই ঠিক করতে পারছে না যে তাদের আসলে কি করতে আর কি করতে হবে না যার কারনে আমরা এতোটা বিপদের মধ্যে আছি।

$ 0.00
4 years ago

চট্টগ্রাম এর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের হার দ্রুত বেড়েই যাচ্ছে। তাই এখনই আমদের সকলকে সচেতন হতে হবে। ধন্যবাদ।

$ 0.00
4 years ago

নোয়াখালী তে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ।আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেস করে বেগমগঞ্জ উপজেলায়। সে কারনেই লকডাউন প্রশাসন থেকে দেওয়া হলেও অনেক মানতেছে না।

$ 0.00
4 years ago

লেখাটা পড়ে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম। লেখককে ধন্যবাদ নতুন কিছু সংবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করছি পরবর্তীতে এই ধরনের সংবাদ আরো আমাদের কাছে তুলে ধরবেন।।

$ 0.00
4 years ago