পৃথিবীর মানুষ গুলো আজ বড়ই স্বার্থপর।
পৃথিবীর মানুষ গুলো আজ বড়ই স্বার্থপর।
মানুষের ভেতরের দিকটা কখনোই দেখা সম্ভব না। ভেতরের দিকটা একটা শক্ত
সুগঠিত দেহ দ্বারা আবরণ থাকে। যেখানে বাস করে দুটি সত্যা।
ভাল ও খারাপ।
সব্বাই চায় তার ভাল দিকটাই জীবন মঞ্চে প্রদর্শন করতে।
কেউ পায় আবার কেউ পায় না।
সব্বাই চায় সফলতা আনতে। দুষির কাটগড়ায় দাঁরিয়েও নিজের ভুলটা শিকার করতে চান না।
__তবে কিন্তু সেই মানুষটাই অন্যের ভুল খুজে বেরান।
যে কিনা ধোয়া তুলসী পাতা।
আর আপনি জীবনের সফলতার চুরায় দাঁরিয়েও বলবেন
আপনার কি যেন নেই।
সত্য বলতে জীবনটা এরকমই
অন্যের দুষ খুজা খুব সহজ
নিজের কেউ দুষ খুজে না এটা অনেক কঠিন.
আগে নিজেকে সটিক করুন
This too obvious ... We always search for other's mistakes...but we don’t think out our-self... You wrote very well and clear.