সবুজ

1 21
Avatar for Sadiasapa
3 years ago

সবুজ মাঠ সবুজ ঘাস
সবুজে সবুজে একাকার
মুগ্ধতার আহবানে এদিক ওদিক
ফিরে তাকাই বারবার।

রূপের নাই শেষ তোমার
আমার মাতৃভূমি
ভালবাসি সবুজের সমারোহ
সত্যিই অপরূপ তুমি ।

ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে
প্রকৃতি যে সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।

চারিদিকে সবুজ শান্তির
নেমেছে যেন শীতল ধারা
গাছে ফুটেছে রঙ-বেরঙের ফুল
প্রকৃতির সাথে হই আনন্দে মাতোয়ারা ।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে
ফুটেছে কৃষ্ণচূড়া
কদম কেয়া আর কামিনী গাছ
ফুলে ফুলে ভরা ।

আমার বাংলার মত কোথাও নাই
এমন সবুজতর রূপ
চারিদিকে ছাতার মত
গাছে গাছে পল্লবের স্তুপ ।

পথে প্রান্তরে নদীর তীরে
বটের ছায়ায়
সবুজে সবুজে মন মাতায়
যেন এক অপরূপ মায়ায় ।

জন্মভুমি মাগো আমার
শত দু:খেও সবুজে প্রাণ জুড়ায়
বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি
প্রকৃতি তুমি কাছে টান এ কোন মহিমায় ।

পেতে চাই না দামী কিছু
চাইনা অজস্র ধন ভান্ডার
তোমার মাঝে সবই পাই
ধনে যে লালসা নেই আমার ।

এখন আর তোমার রূপে মাগো
মন না রাঙে
খুন-খারাবি আর সন্ত্রাসীর
খবরে প্রতিদিনের ঘুম ভাঙে ।

সবুজে সবুজে প্রাণ হয়না
কেন আজ সিক্ত
মাতৃভূমি মাগো তোমার
বুক রক্তে কেন আজ রক্তাক্ত ।

তবুও আশা রাখি সবুজে সবুজে
হউক উজ্বল তোমার এই ধুলির ধরায়
শত দু:খে যেন জুড়ায় মন প্রাণ
তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায়

2
$ 0.00
Avatar for Sadiasapa
3 years ago

Comments

বাংলা কবিতা, ভাল লাগার মত কবিতা। দেশপ্রেম নিয়ে কবিতা, ভাল লাগল।

$ 0.00
3 years ago