চরম বাস্তব কিছু তেতো কথা "-- স্মৃতিপট
-- প্রতি রাতে আমি অনেক সময় নিয়ে অনেক কিছু ভাবি। আর
দিনে ভাবি কেন আমি রাতে ভাবি!!!
-- যখন ছোট ছিলাম বাসার দেওয়ালে আঁকি-বুকিঁ করলে,
মা বলতেন, ‘দেয়ালে লেখা নিষেধ!’ এখন তুমি বলো, তোমার
ফেসবুক ওয়ালে লেখা নিষেধ। কেন?
তুমি কার মা?
-- আগে যোগাযোগ না থাকার কারণে অনেক ভালোবাসার
সম্পর্ক নষ্ট হয়ে যেত, এখন
বেশি যোগাযোগ থাকার কারণে সম্পর্ক টেকে না।
-- ‘আমি’ পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি খাঁটি+ফরমালিন
দেওয়া ভুল কথা।
-- দুনিয়ার সব ছেলেকে‘ভাল্লাগে না’ সিন্ড্রোমে আক্রান্ত!
-- আমার ৯৯টা সমস্যা আছে। প্রথম সমস্যা যে কোনটা,সেটাই
খুঁজে পাচ্ছি না বলে সমস্যায় আছি।
-- সবাই যখন ‘শুভ জন্মদিন’ বলে গান গায়, তখন যার জন্মদিন
তার আসলে দাঁড়িয়ে থাকা ছাড়া আর
কী করা উচিত?
-- ছাত্রজীবনে আমরা ক্যারিয়ার গঠনের জন্য
পড়াশোনা করলেও শেষ পর্যন্ত মোটা ব্যান্ডেলের
প্রেমে পড়ে যাই।
-- প্রকৃত জ্ঞানের কথা এখন শুধু টি–শার্ট আর বই-পুস্তকেই
লেখা থাকে।
-- সাফল্য সব সময় চুপিচুপি আসে,ব্যর্থতা আসে ঢাকঢোল
পিটিয়ে।
-- ঝগড়ার সময় সহজে কোনো কিছু মেনে নেওয়া দুর্বল
স্মৃতিশক্তির লক্ষণ।
-- টমেটো হচ্ছে একটি সবজি, এই তথ্য হলো জ্ঞান।
আর টমেটোকে সালাদ বানাতে পারা হচ্ছে প্রজ্ঞা।আমাদের
জ্ঞান আছে নেই প্রজ্ঞা , তাই সবার শেষে পড়ে আছি
-- যখন আপনার কাছে হাতিয়ার
হিসেবে হাতুড়ি ছাড়া আর কিছুই থাকবে না তখন
দুনিয়ার সব সমস্যাকে পেরেক
হিসেবে চিন্তা করে বাড়ি মারুন।
-- তিনিই ব্যর্থতায় হাসতে পারেন, যিনি ব্যর্থতার দায় অন্যের
ঘাড়ে চাপাতে পারেন।
-- বই পড়ার সময় আমরা যতই নিচে নামি ততই আমাদের
জ্ঞান বাড়ে। ফেসবুকের হোমপেজ
পড়তে গেলে উল্টোটা হয়।
-- আপনার বিপদ দেখে আপনিই আগে হাসুন,
নইলে অন্যরা হেসে ব্যাপারটাকে হাস্যকর করে ফেলবে।
---------
অন্ধকার আকাশ্
---------
#অভ্র
আপনার হাসি দেখে আপনি আসুন....this concept is very unique and fruitful...it is better to be bulled or loved by thyself than others...Be happy my friend.Your writing skill it too good.keep it up.