সুস্বাদু_কাচ্চি_বিরিয়ানির_রেসিপি

2 22

#সুস্বাদু_কাচ্চি_বিরিয়ানির_রেসিপি

কাচ্চি বিরিয়ানি পছন্দ করেননা এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এই বিরিয়ানি রান্নার প্রক্রিয়া কঠিন ভেবে পিছিয়ে যান অনেকেই। কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করাটা আর কঠিন নয়। কিভাবে ঘরে বসে খুব সহজে তৈরি করবেন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি তা জানতে দেখে নিন আমাদের রেসিপিটি।

Servings: ৭-৮ জন

Prep Time: ২০ মি.

Cook Time: ১ ঘণ্টা.

Total Time: ১ ঘণ্টা ২০ মি.

#উপকরন

মাংস মেরিনেশনের জন্য খাসির মাংস ১.৫ কেজি, টকদই ৩/৪ কাপ,

লিকুইড দুধ ১/৪ কাপ,

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,

আদা বাটা ২ টেবিল চামচ,

রসুন বাটা ১ টেবিল চামচ,

মরিচ গুঁড়া ১ ১/২ চা চামচ,

জিরা গুঁড়া ১ ১/২ চা চামচ,

লবণ ১. ১/২ টেবিল চামচ,

তেজপাতা ছোট ১ টি (গুঁড়া করে নেয়া),

এলাচ গুঁড়া ১/৪ চা চামচ,

দারুচিনি গুঁড়া ১ ১/২ চা চামচ,

লবঙ্গ গুঁড়া করা ১/৮ চা চামচ,

জয়ফল গুঁড়া ১ ১/২ চা চামচ,

জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ,

ঘি/তেল ১/২ কাপ,

বিরিয়ানির লেয়ারের জন্য,

পোলাওর চাল ৩.৫ কাপ,

আস্ত শাহী জিরা ১/২ চা চামচ,

ছোট আলু ৮-৯ টি,

আলুবোখারা ১০-১২ টি,

জর্দার রঙ বা জাফরান সামান্য,

গোলাপজল এবং কেওড়া জল মিলিয়ে ২ টেবিল চামচ,

ঘি ১/৪ কাপ

হাঁড়ির মুখ বন্ধ করার জন্য আটা ৩ কাপ প্রয়োজনমত পানি দিয়ে রুটির খামিরের মতন বানিয়ে নিন।

#নির্দেশনা

১। প্রথমে তেল সহ মাংসের সমস্ত উপকরন একসাথে মিশিয়ে মাংস মেরিনেট মেখে রাখুন সারারাত।

২। আলুর গায়ে সামান্য জর্দার রঙ মেখে ডুবো তেলে ভেঁজে নিন।

৩। চাল ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিন।

৪। একটি হাঁড়িতে পরিমানমত পানি নিয়ে চুলায় জ্বাল দিন। পানি ফুটে উঠলে চাল দিয়ে দিন। শাহী জিরা দিয়ে দিন। এবার সব ভাল করে নেড়ে দিন।

৫। চাল ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। চাল প্রথমবার ফুটে উঠলেই (৩০% সিদ্ধ হলে) একটি ঝাঁজরিতে ঢেলে মাড় ঝরিয়ে নিন। মাড় ফেলে দিবেননা, এই মাড় পরে কাজে লাগবে এজন্য ঝাঁজরির নিচে পরিষ্কার পাত্র রেখে তারপর চালগুলো ছেঁকে নিন।

৬। একটি স্টিল এর বাটিতে এক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে বাটিটি রেখে কয়লার উপর ১ চা চামচ তেল বা ঘি দিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিন। বেশ ধোঁয়া তৈরি হবে। ২ মিনিট পর ঢাকনা খুলে স্টিলের বাটিটি তুলে ফেলুন। (এর ফলে মাংসের ভিতরে ধোঁয়া তোলা ঘ্রাণ থাকবে। এটা না করলেও সমস্যা নেই)

৭। এখন হাঁড়িতে ২ টেবিল চামচ ঘি মেখে নিন। এর উপর মেরিনেট করা মাংসগুলো বিছিয়ে দিন। মাংসের উপর আলু দিয়ে এর উপরে ৩০% রান্নাকরা ভাত সমান করে বিছিয়ে দিন।

৮। ভাতের উপরে আলুবোখারা, বাকি ২ টেবিল চামচ ঘি এবং জর্দার রঙ ছড়িয়ে দিন। সবশেষে এক থেকে দেড় কাপের মত ভাতের মাড় দিয়ে দিন।

৯। এবার হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটার খামির দিয়ে বন্ধ করে দিন। খেয়াল রাখুন বাতাস বের হওয়ার কোন ছিদ্র যাতে না থাকে।

১০। চুলায় হাঁড়ি বসিয়ে দিন। প্রথম ১০ মিনিট চুলার জ্বাল বাড়িয়ে রাখুন। তারপর বাকি ৫০ মিনিট চুলার আঁচ একেবারে লো করে রাখুন।

১১। বিরিয়ানি মোট এক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে। এক ঘণ্টা পর হাঁড়ি চুলা থেকে নামিয়ে রেখে আরও ১৫ মিনিট এভাবে ঢেকে রেখে দিন। এরপর হাঁড়ির চারপাশের আটা কেটে নিয়ে বিরিয়ানি বেড়ে পরিবেশন করুন।

6
$ 0.00

Comments

I just love kucchi biriyani. I am very fond of it. In fact everyone likes to have it. Who does not like kacchi biriyani? It is very tasty food.

$ 0.00
4 years ago