Hair

5 40

কোঁকড়া চুলের যত্নঃ

 

ময়েশ্চারাইজ করুনঃ কোঁকড়া চুল সাধারণত শুষ্ক ও ভঙ্গুর প্রকৃতির হয়। প্রতিদিন ময়েশ্চারাইজিং করা জরুরি। চুলের ময়েশ্চার ধরে রাখার সহজ উপায় তেল ব্যবহার করা। নিয়মিত হট অয়েল ম্যাসাজ চুলের গোড়া মজবুত করে আর শুষ্কতা দূর করে।

শ্যাম্পু ও কন্ডিশনারঃ ময়েশ্চারাইজারসমৃদ্ধ শ্যাম্পু বাছুন। মাইল্ড হারবাল শ্যাম্পু এই চুলের উপযুক্ত। একবার শ্যাম্পু করার পর খেয়াল করুন আবার শ্যাম্পু করার দরকার আছে কি না। যদি না লাগে, তবে একবার শ্যাম্পু করাই যথেষ্ট। প্রতিবার শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। ব্যস্ততা থাকলে সময় বাঁচানোর জন্য শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার মিশিয়ে একসঙ্গে ব্যবহার করুন। এতে চুল পরিষ্কার করার সময়ই চুল ময়েশ্চারাইজ হবে।

5
$ 0.00

Comments

Amazing article

$ 0.00
4 years ago

Awesome article

$ 0.00
4 years ago

very helpful article

$ 0.00
4 years ago

very helpful article...

$ 0.00
4 years ago