ভাবছিলাম বড় কিছু হব কিংবা বিসিএস হব....!!!

কিছুদিন আগে এক কাজিন (ছোট বোন) মৃত্যুবরণ করেছিল। তাকে যখন এক মামা কবরে রাখছিল, প্রথমে কবরে রাখলো, এরপর চাড়াল (গাছ,বাঁশ) দিল, তার উপর কাগজ, আবার মাটি সবশেষে আবারও কাগজ। রাতে এক চিমটি ভেবে দেখলাম, হায় আল্লাহ! তাকে সম্পুর্ণ এই বসুন্ধরা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আমরা কতকিছুর পিছনে ছুটাছুটি করি। কিন্তু একবারও চিন্তা করিনা...!!!

আপনি বিসিএস, সিসিএস, এমবিবিএস, এফআরসিএস, ইঞ্জিনিয়র, ডক্টর, ডাক্তার, শিক্ষক, জাতীয় শিক্ষক, মন্ত্রী, প্রধান মন্ত্রী, প্রেসিডেন্ট, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এলএলবি, জজ, ব্যারিষ্টার, বুদ্ধিজীবী, কুটনীতিবীদ, শিল্পপতি, কিংবা ইয়া বড় কিছুর পরিচালক ব্লা ব্লা ব্লা কিছুই কাজে আসবে না। আপনাকে আমাকে সবাইকে যেতে হবে সেখানে।

কিসের এতই ছোটাছুটি?? কিসের চাটুকার? কিসের দ্বন্দ্ব?? কিসের অহংকার?? কিসের কম্পিটিশন?? কিসের রাজনীতি?? কি হবে এতো সেটেল কিংবা পেটেল হয়ে?? কিছুই হবে না!!

1
$
User's avatar
@Rupom123 posted 4 years ago

Comments