জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
আল্লাহর কাছে একটাই চাওয়া আমার,
আমি কি এতটুকু অধিকার পেতে পারি যাতে
আমার মরার পর ও আমি আমার ভালোবাসার
মানুষটার পাশে ছায়া হয়ে থাকতে পারি।
কখনো থাকবো নাহয় তোমার ওই
মিষ্টি মুখের হাসি হয়ে ,
কখনো নির্ঘুম রাতে হঠাৎ আমায়
ভেবে যদি কান্না আসে
আমি নাহয় আসবো তোমার চোখের জল হয়ে
আর মুছে দিয়ে যাব তোমার ওই অবুঝ চোখের বৃষ্টি।
.
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটাই চাওয়া আমার, আমি কি এতটুকু অধিকার পেতে পারি যাতে আমার মরার পর ও আমি আমার ভালোবাসার মানুষটার পাশে ছায়া হয়ে থাকতে পারি। কখনো থাকবো নাহয় তোমার ওই মিষ্টি মুখের হাসি হয়ে , কখনো নির্ঘুম রাতে হঠাৎ আমায় ভেবে যদি কান্না আসে আমি নাহয় আসবো তোমার চোখের জল হয়ে আর মুছে দিয়ে যাব তোমার ওই অবুঝ চোখের বৃষ্টি। .